বিটন চক্রবর্তী, মারিশদা (পূর্ব মেদিনীপুর) : শুভেন্দু অধিকারীর কনভয়-দুর্ঘটনায় সিসি ফুটেজ প্রকাশ্যে এল। কীভাবে দুর্ঘটনার কবলে পড়ল শুভেন্দুর কনভয়? ঠিক কী হয়েছিল মারিশদায়? সামনে উঠে এল সব তথ্য।
কী ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে
শুক্রবার দুপুরে তমলুকের দিকে যাচ্ছিলেন, বিরোধী দলনেতা। মারিশদার দুরমুঠে একটি পেট্রোল পাম্পের সামনে দুর্ঘটনার কবলে পড়ে শুভেন্দু অধিকারীর কনভয়ের প্রথমে থাকা CRPF’এর এসকর্ট গাড়ি। পেট্রোল পাম্পে লাগানো সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে, ঘড়ির কাটায় তখন দুপুর সোয়া একটা, দিঘা থেকে কল্যাণী-গামী একটি বাস, পেট্রোল পাম্পের সামনে ডান দিকে বাঁক নেওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই বাসের সঙ্গে সংঘর্ষ এড়াতে রাস্তার আরও ডান দিকে চেপে যাচ্ছে শুভেন্দু অধিকারীর কনভয়ের CRPF’এর এসকর্ট গাড়িটি। আর তখনই গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিতে গিয়ে ধাক্কা মারে। এরপরই পেট্রোল পাম্পের সামনে এসে দাঁড়ায় শুভেন্দু অধিকারীর কালো রঙের এই গাড়ি।
প্রত্যক্ষদর্শীদের দাবি
পূর্ব মেদিনীপুরে মারিশদায় শুভেন্দুর কনভয় দুর্ঘটনা নিয়ে প্রত্যক্ষদর্শীদের দাবি, ‘দুরমুঠে পেট্রোল পাম্পের সামনে হঠাৎ ডান দিকে বাঁক নেয় বাস,
বাসের ঠিক পিছনেই ছিল শুভেন্দু অধিকারীর কনভয়, হঠাৎ বাস টার্ন নেওয়ায় ডান দিক চেপে এগিয়ে যায় কনভয়ের একটি গাড়ি, সামনে একটি বাইক চলে আসায় দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে কনভয়ের গাড়ি, বাইককে বাঁচাতে গিয়ে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে কনভয়ের একটি গাড়ি’
লরিতে ধাক্কা মারার পরেই বাম দিক থেকে এসে দাঁড়িয়ে যান শুভেন্দুরা’,‘প্রায় ৭ মিনিট দাঁড়িয়ে থাকার পরে বেরিয়ে যায় শুভেন্দু অধিকারীর কনভয়’
‘এর কিছুক্ষণ পরেই বৃষ্টির মধ্যে পালিয়ে যায় লরি’।
পুলিশের দাবি
পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার জানিয়েছেন, দুর্ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। ফরেন্সিক দলও তদন্ত করছে। দু’একদিনের মধ্যেই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এদিকে, গোটা ঘটনা ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।
আরও পড়ুন- 'জগন্নাথের কৃপায় বেঁচে গেছি', রথ যাত্রার দিনেই দুর্ঘটনায় শুভেন্দুর কনভয় !