নয়াদিল্লি: অপেক্ষার অবসান। গতকাল প্রকাশ্যে আসে রণবীর কপূর (Ranbir Kapoor) ও শ্রদ্ধা কপূরের (Shraddha Kapoor) আগামী ছবির টাইটেল টিজার পোস্টার (Title Teaser Poster)। আজ কথা ছিল ছবির নাম প্রকাশের। যেমন কথা তেমন কাজ। লভ রঞ্জনের নতুন ছবির নাম 'তু ঝুঠি ম্যায় মক্কার' (Tu Jhoothi Main Makkaar)। 


বড়পর্দায় প্রথমবার রণবীর-শ্রদ্ধা জুটি


লভ রঞ্জনের সিনেমার নাম চিরকালই অন্য ধরনের হয়। সেই ধারা বজায় রইল তাঁর আগামী ছবির ক্ষেত্রেও। ছবির আদ্যক্ষর গতকাল এসেছিল প্রকাশ্যে, 'টিজেএমএম' (TJMM)। আজ নাম এল প্রকাশ্যে, 'তু ঝুঠি ম্যায় মক্কার'।                   


প্রীতমের সঙ্গীত পরিচালনায় ও অমিতাভ ভট্টাচার্যের লিরিক্সে এই নতুন জুটির মজার রসায়ন বেশ নজর কেড়েছে দর্শকদের। নেপথ্যে দুই তারকার কণ্ঠে নিজেদের চরিত্রের পরিচয় শোনা যাচ্ছে।


 






টাইটেল ভিডিওয় দুই চরিত্রের বন্ধুত্বপূর্ণ অথচ ছলনার দুনিয়ার আভাস পাওয়া যাচ্ছে। নামেই স্পষ্ট একজন 'মিথ্যাবাদী' আর একজন 'ছল'-এর গল্প শোনা যাবে। এদিন ছবির টাইটেল ভিডিও শেয়ার করে লেখা হয়, 'এবং ছবির নাম হল... অবশেষে এল!!! দেখুন।'                                                                           


আরও পড়ুন: Parambrata Chatterjee: ফেলুদার অভিনয় আমার কাছে শার্লক হোমসের জুতোয় পা গলানোর মতো: পরমব্রত