কলকাতা : সাম্প্রতিক অতীতে তৃণমূল সরকারের ( TMC Government )  পতনের ভবিষ্যদ্বাণী করতে গিয়ে বারবার বিজেপি ( BJP ) নেতাদের মুখে উঠে এসেছে ডিসেম্বরের প্রসঙ্গ! অগাস্ট মাস থেকে শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) বলে আসছেন , ' ছ'মাস তৃণমূল কংগ্রেস থাকবে না৷ তার আগেই ডিসেম্বরের মধ্যে ঝাপ গুটিয়ে যাবে তৃণমূলের ' । এই তত্ত্বে একপ্রকার সিলমোহর দেন দিলীপ ঘোষও। তিনিও বলেন, হয়ত এই সরকার ডিসেম্বরেই পড়ে যাবে ! 

বিস্ফোরক দাবি শুভেন্দুর 
সেই সিলসিলা জারি রেখে ফের ডিসেম্বর নিয়ে বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikri )। বললেন, ‘ডিসেম্বরে রাজ্যের সবচেয়ে বড় চোর ধরা পড়বে’। সেই সঙ্গে তিনি বলেন, ‘আমরা বিধায়ক ভাঙিয়ে সরকার করব না। ভোটে জিতে সরকার করবে বিজেপি’, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। 

আরও পড়ুন :


পঞ্চায়েত ভোটের আগে জেলা সফরে মিঠুন চক্রবর্তী, আজ পুরুলিয়ায় সভা




'জোর করে সরকার ফেলার পক্ষপাতী নই'
সম্প্রতি তৃণমূল সরকারের পতনের সম্ভাবনা নিয়ে বারবার ভবিষ্যদ্বাণী শোনা যাচ্ছে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের গলায়। সম্প্রতি বিজেপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার বলেন, ' আমরা জোর করে সরকার ফেলার পক্ষপাতী নই, বাংলায় বিজেপি বাংলার মানুষের রায় নিয়েই ক্ষমতায় আসবে। ' তবে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী দাবি করেছেন, 'আমি ফালতু কথা বলি না। ২১ জন নয়, সংখ্যাটা আরও বেড়েছে। কবে আসবে, সেটা দেখতে পাবেন'


বিজেপির তাবড় নেতাদের মুখে বারবার ডিসেম্বর ডেডলাইন উঠে আসার মধ্যেই, সম্প্রতি নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নভেম্বর-ডিসেম্বর মাসে বিজেপি রাজ্যে অশান্তি পাকাতে পারে। আর বৃহস্পতিবার প্রথম প্রশাসনিক সভা থেকে প্রকাশ্যে ডিসেম্বর-রহস্য নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী! বলেন, ' ভিআইপি গাড়ি করে যেন রাজ্যে অস্ত্র না ঢোকে। কেউ কেউ ভিআইপি প্রোটেকশন নিয়ে গাড়ির আড়ালে অস্ত্র আনছে। এসব দিকে নজর রাখতে হয়।' শুধু বিজেপি কেন, ডিসেম্বরের কথা ইদানীং শোনা যেতে শুরু গেছে তৃণমূল নেতাদের গলাতেও! যেমন তৃণমূল নেতা মদন মিত্র বলেন, 'যুদ্ধ আসছে। যুদ্ধ কিন্তু আসছে ডিসেম্বর মাসের মধ্যে। অনেক বড় যুদ্ধ' 


শীতকাতুরে ডিসেম্বরে কি উত্তপ্ত হয়ে উঠতে পারে বাংলার রাজনীতি?