কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে বড়ঞার তৃণমূল বিধায়কের গ্রেফতারের ঘটনায় তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারীর। তদন্তে এটা প্রমাণিত যে, তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিরা মিডলম্যান হিসেবে কাজ করেছেন, অভিযোগ শুভেন্দু অধিকারীর। তৃণমূলের মন্ত্রী, বিধায়ক-সাংসদদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, ট্যুইট শুভেন্দুর।


কাদের নাম:
বিরোধী দলনেতার তালিকায় নাম বীজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়ের
নাম রয়েছে মুর্শিদাবাদের সাংসদ ও জেলা তৃণমূলের চেয়ারম্যান আবু তাহের খান কারামন্ত্রী অখিল গিরির
নাম রয়েছে আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিকের 


পাল্টা দাবি:
'যে তালিকা দেখানো হয়েছে, তাতে আমার সই নেই', প্রতিক্রিয়া বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের। তিনি আরও বলেন, 'জনপ্রতিনিধি হিসেবে চাকরি দেওয়ার সুযোগ থাকলে, আগামী দিনে আবার সুপারিশ করব। যে কোনও তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত।' বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিকের দাবি, 'কাজ নেই, ইস্যু নেই, মিথ্যা অভিযোগ, ওটা ভুয়ো তালিকা।' 


প্রতিক্রিয়া অপরূপা পোদ্দারেরও:
আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের প্রতিক্রিয়া বলেন, 'শুভেন্দুর ভাই দিব্যেন্দুর বিজেপিতে যোগদানের প্রস্তাবে না করায় ট্যুইট হতে পারে।'


পাল্টা কুণালের তোপ:
'কী করে গ্রেফতার না হয়ে বাইরে ঘুরতে পারেন শুভেন্দু? নারদকাণ্ডে এফআইআর হয়েছে শুভেন্দুর নামে। এখন সিবিআই একদিকে অতিসক্রিয়, কিন্তু শুভেন্দুকে ছাড় দেওয়া হচ্ছে', নারদ, সারদাকাণ্ডে ওঁকে গ্রেফতার করা উচিত, ট্যুইট কুণাল ঘোষের।


এর আগেও নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। একাধিক তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগ করেছিলেন তিনি। শুভেন্দু বলেন, 'অন্তত ১০০ তৃণমূল বিধায়ক নিয়োগ দুর্নীতির এজেন্ট। ১০০ জন বিধায়ক চাকরিপ্রতি ১৫ থেকে ১৮ লক্ষ টাকা করে তুলেছেন। আগামী ৬-৮ মাসের মধ্যে তৃণমূলের বিধায়ক সংখ্যা ১০০-য় নামতে পারে। অন্তত ১০০জন তৃণমূল বিধায়ক এজেন্ট, কয়েকজন ২০১৬-তে টিকিট পাননি। চাকরিপ্রতি ৮-১০ লক্ষ টাকা পাঠাতে হয়েছে কলকাতায়।' ১০০ জন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে যে অভিযোগ তিনি তুলেছিলেন। সেই জের টেনেই এদিন তিনি তালিকা প্রকাশ করেন।


পয়লাবৈশাখের দিন নিয়োগ দুর্নীতিকাণ্ডে হৈমন্তীর ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল সিবিআই (CBI)। গোপাল দলপতির ভূপতিনগরের বাড়ির পরে, গোপালের প্রাক্তন স্ত্রী হৈমন্তীর ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে সিবিআই। গোপালের প্রাক্তন স্ত্রী হৈমন্তীর ফ্ল্যাট রয়েছে হরিদেবপুরে। আর নববর্ষের দিনে সেখানেই তল্লাশি অভিযান সিবিআই-র।


আরও পড়ুন: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেকের