কলকাতা: ফের প্রকট রাজ্য-রাজ্যপাল সংঘাত। আবারও মুখ্যসচিবকে তলব রাজ্যপালের (Governor Jagdeep Dhankhar)। আগামী সোমবার সকাল ১১টায় রাজভবনে তলব করা হয়েছে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে (Harikrishna Dwibedi)। বিরোধী দলনেতাকে নেতাই সফরে বাধাদানের অভিযোগ। গত ৭ জানুয়ারি শুভেন্দুকে বাধাদানের অভিযোগ ওঠে। সেই প্রসঙ্গে তথ্য জানতে মুখ্যসচিবকে তলব রাজ্যপালের। আজ, শনিবার ট্যুইটে  এমনই জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়।



বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নেতাই যেতে কেন বাধা দিল পুলিশ (Police)? তার ব্যাখ্যা চেয়ে গত ১৯ জানুয়ারি রাজ্যের মুখ্যসচিবকে (Harikrishna Dwibedi) একসপ্তাহের সময় বেঁধে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar)। এভাবে ডাকাডাকি করার এক্তিয়ার রাজ্যপালের নেই। পাল্টা সুর চড়ায় তৃণমূলও (TMC)। শুরু হয় রাজনৈতিক চাপানউতোর।


নবান্ন-রাজভবনের নেতাই-সংঘাত চরমে পৌঁছয়! ৭ জানুয়ারি নেতাই যাওয়ার পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। কেন এমনটা ঘটল, তার ব্যাখ্যা চেয়ে, রাজ্যের (West Bengal) মুখ্যসচিবকে এক সপ্তাহের সময় বেঁধে দিলেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)।


আরও পড়ুন: Dilip Ghosh Chaos : ' কোভিড বিধিভঙ্গ' , বিধাননগর পুরভোটের প্রচারে বারবার দিলীপ ঘোষকে 'বাধা' পুলিশের


পাল্টা রাজ্যপালের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলে শাসক শিবির। মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা, আইএএস অ্যাসোসিয়েশন ও রাজ্য পুলিশকে ট্যাগ করে রাজ্যপাল জগদীপ ধনকড় ট্যুইটারে লেখেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নেতাইয়ের শহিদ দিবসে কেন সেখানে যেতে দেওয়া হয়নি? সেই ব্যাপারে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে এক সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে বলেছি। বিরোধী দলনেতার সঙ্গে পুলিশের এই আচরণ, আসলে আইনের শাসনের বদলে শাসকের আইনের প্রতিফলন। যা মোটেই সমর্থনযোগ্য নয়। প্রত্যাশিতভাবেই রাজ্যপালের এই বক্তব্যকে স্বাগত জানিয়ে তৃণমূলকে নিশানা করে বিজেপি। পাল্টা সুর চড়ায় তৃণমূলও।