শিবাশিস মৌলিক, কলকাতা: বিজেপি (BJP) নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক, অভিষেকের বিরুদ্ধে এবার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। ই-মেলে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের শুভেন্দু অধিকারীর। এর আগে রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ি। ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছে তৃণমূল। প্ররোচনা দেওয়ার অভিযোগে, রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ি। সোমবার হাইকোর্টে জনস্বার্থ মামলা দাখিল করবেন শুভেন্দু অধিকারী। ওরাই উস্কানি দিয়ে ভোটে গন্ডগোল করেছে। বিজেপিকে পাল্টা কটাক্ষ শশী পাঁজার।
১০০ দিনের প্রকল্পের বকেয়া টাকা দিচ্ছে না মোদি সরকার। বারবার এই অভিযোগ তোলার পরে, এবার এই প্রকল্পের টাকা আদায়ের লক্ষ্যে, আগামী ৫ অগাস্ট ব্লকে ব্লকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করবে তৃণমূল। শুক্রবার ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই এই কর্মসূচি ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই প্রেক্ষাপটেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগে, রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ জানিয়েছিল বিজেপি। ই-মেল মারফৎ পুলিশের কাছে অভিযোগপত্র পাঠিয়েছেন বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ি। বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দেওয়ার পিছনে উস্কানি ও ভয় দেখানোর অভিযোগও তুলেছেন তিনি।
আরও পড়ুন, মেয়ের প্রথম ঋতুস্রাব, বেলুন দিয়ে ঘর সাজিয়ে, কেক কেটে উদযাপন করলেন বাবা
শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও-এর কর্মসূচি ঘোষণা করার পর, তাতে কিছুটা বদল আনেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, '৫ অগাস্ট অভিষেক একটা প্রোগ্রাম ডিক্লেয়ার করেছে। কিন্তু আমি বলব এটা ব্লক ওয়াইজে করতে। বুথ ওয়াইজ না করে, সিম্বলিক করবে। ১০০ মিটার দূরে করবে। যাতে বাড়ির লোকজন বেরোতে, আসতে অসুবিধা না হয় এবং ব্লকে ব্লকে করবে।'
তৃণমূল বিধায়ক ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমরাও এই আন্দোলন করেছি। বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির থেকে ১০০ মিটার দূরে আমরা ধরনা দিয়েছি। আমার দলীয় কার্যালয়ে ঢুকে আমাকে মারার প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ১০০ মিটারের মধ্যে তো বিরোধীরা মিটিং করেছে। এই আন্দোলন হতেই পারে। তবে দেখতে হবে কারোর কোন সমস্যা না হয়।'
তৃণমূলের ডাকে ব্লকে ব্লকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি নিয়ে আপাতত সরগরম রাজ্য রাজনীতি! তাই আগামী ৫ অগাস্ট কী হয়, এখন সেটাই দেখার।