উজ্জ্বল মুখোপাধ্যায় ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : আন্দোলনকারী এসএসসি চাকরিপ্রার্থীদের (SSC Job Aspirants) পাশে দাঁড়িয়ে, নিয়োগ দুর্নীতি নিয়ে ফের তৃণমূল (TMC) সরকারকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করানোর আশ্বাসও দিলেন। ধর্নামঞ্চে গিয়ে রাজনীতি করছে বিজেপি (BJP)। পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল।
নবমীতে রাস্তায় বসে চাকরির লড়াই
পুজো (Durga Puja 2022) প্রায় শেষ লগ্নে। এবারের পুজোটাও, এই চাকরিপ্রার্থীদের কেটে গেল রাস্তাতেই! নবমীর সকালে আন্দোলনকারী এসএসসি চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়িয়ে ফের তৃণমূল সরকারকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। জবাব দিতে দেরি করেনি শাসকদলও। শুক্রবার আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে আলাদা করে বৈঠকে বসবেন বলেও জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুর আক্রমণ, তৃণমূলের পাল্টা
বিজেপি নেতা ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, 'অনেকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কী হল সেসবের? সরকারের সদিচ্ছা থাকলে আদালতে হলফনামা দিয়ে বলুক, এদের সকলের চাকরি হোক, সরকারের কোনও আপত্তি নেই'। পাল্টা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, 'শুভেন্দু নাটক করছে, নিয়োগ হোক ওরা চায় না। ধর্নামঞ্চ উঠে গেলে ওরা আর সেখানে গিয়ে রাজনীতি করতে পারবে না।'
৫৬৯ দিন ধরে আন্দোলন
৫৬৯ দিন ধরে অবস্থানে বসে রয়েছেন এসএসসি চাকরিপ্রার্থীরা। প্রতিশ্রুতি মিলেছে ভুরি ভুরি। কিন্তু দিন বদলায়নি। আন্দোলনকারী এসএসসি চাকরিপ্রার্থীদের বক্তব্য, আমাদের সবাই প্রতিশ্রুতিই দেন। শুভেন্দু তো আগেও চারবার এসেছিলেন। তাতেও তো লাভ হচ্ছে না। আমরা সেই তিমিরেই আছি।
সিবিআইয়ের চার্জশিট
এসএসসি দুর্নীতির তদন্তভার নেওয়ার পর ক'দিন আগেই প্রথম চার্জশিট পেশ করেছে সিবিআই। যে চার্জশিটে নাম রয়েছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এসএসএসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা, এসএসসির প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান অশোক সাহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকার ও SSC’র তৎকালীন প্রোগ্রামিং অফিসার সমরজিৎ আচার্যের। সরকারি পদে থাকা কারও বিরুদ্ধে চার্জশিট দাখিল করতে হলে সরকারের অনুমতি নিতে হয়। সিবিআই সূত্রে দাবি, এই ৬ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার ২ সপ্তাহ আগেই অনুমতি চেয়ে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত সেই অনুমতি মেলেনি বলে সিবিআই সূত্রে দাবি করা হয়েছিল।
আরও পড়ুন- 'নাটক করল ওরা', বামেদের উপর হামলাকাণ্ডের প্রতিবাদ ইস্যুতে বিস্ফোরক কুণাল