চেন্নাই: ঘরের মাঠে খেলা। প্রথম ম্যাচে চিনের বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নিয়েছিল দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে ড্র করেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় হকি দলকে। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে জাপানের বিরুদ্ধে ১-১ ড্র করল ভারত। গোটা ম্যাচে প্রায় ৬১ শতাংশ বল পজিশন ধরে রাখলেও ম্যাচ জিততে ব্যর্থ হলেন হরমনপ্রীত, মনপ্রীতরা।
আগের ম্যাচে চিনের ডিফেন্স ভেদ করে বারবার প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে যাচ্ছিলেন ভারতের হকি প্লেয়াররা। কিন্তু এই ম্যাচে জাপানের ডিফেন্স ছিল ভীষণই শক্তিশালী। ম্যাচের প্রথম কোয়ার্টারে ২ দলই একে অপরের দিকে আক্রমণ করতে থাকলেও কোনও দলই গোলমুখ খুলতে পারেনি। খেলার ২৮ মিনিটের মাথায় জাপানের হয়ে ম্যাচে প্রথম গোলটি করেন কেন নাগায়োসি। বরুণ কুমারের পাশ থেকে দুরন্ত ফ্লিকে বল জালে জড়ান কেন।
স্টেডিয়ামে মুহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে গিয়েছিল। তবে তৃতীয় কোয়ার্টারে ৪৩ মিনিটের মাথায় অধিনায়ক হরমনপ্রীত সিংহ ভারতীয় সমর্থকদের মুখে হাসি ফোটান। ভারতকে সমতায় ফেরান তিনি। পরে আর কোনও দলই গোল করতে পারেনি। এই ম্যাচ ড্র হওয়ায় পয়েন্ট টেবিলে মালয়েশিয়া ভারতকে টপকে শীর্ষে চলে গেল। অন্যদিকে, জাপান টুর্নামেন্টে প্রথম পয়েন্ট দখল করে নিল।
উল্লেখ্য, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্য়াচে বড় জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় হকি দল। চিনের বিরুদ্ধে ৭-২ গোলে ম্যাচ জিতেছিল ভারত। চেন্নাইয়ে আয়োজিত এই টুর্নামেন্টের শুরুটা দুর্দান্ত করেছিলেন মনপ্রীত, হরমনপ্রীতরা। এদিন ম্যাচের শুরু থেকেই চিনের বিরুদ্ধে আক্রমণাত্মক খেলা শুরু করে ভারত। প্রথম কোয়ার্টারে জোড়া গোল করে ভারতকে ২-০ গোলে এগিয়ে দিয়েছিলেন হরমনপ্রীত সিংহ। পেনাল্টি থেকে জোড়া গোল করেন ভারত অধিনায়ক। প্রথম কোয়ার্টারের শেষে সুখজিৎ সিংহ ভারতের হয়ে ব্যবধান ৩-০ করেন। খেলার দ্বিতীয় কোয়ার্টারে কিছুটা আক্রমণ বাড়িয়ে দেয় চিন। কিন্তু ভারতের সঙ্গে পাল্লা দিয়ে পারছিলেন না চিনের প্লেয়াররা। দ্বিতীয় কােয়ার্টারের শুরুতে আকাশদীপ ভারতের হয়ে চতুর্থ গোল করেন। চিনের ওয়েনহুই এরপর ১টি গোল করেন ব্যবধান কমান। কিন্তু খেলার ১৯ মিনিটের মাথায় ভারতের হয়ে বরুণ পেনাল্টি কর্নার থেকে গোল করে স্কোরলাইন ৫-১ করেন। তবে কিছুক্ষণের মধ্যে ফের ভারতকে গোল হজম করতে হয়। চিনের হয়ে দ্বিতীয় গোলটি করেন জিয়েসহেং গাও। দ্বিতীয় কোয়ার্টারের শেষের দিকে বরুণ নিজের দ্বিতীয় গোলটি করেন। খেলার তৃতীয় কোয়ার্টারে ভারত শেষ গোলটি করেন মনদীপ সিংহ। ৭-২ গোলে ম্যাচ জিতে যায়।