ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) ‘জন গণ মন’-র প্রথম পংক্তিটি জাতীয় সঙ্গীত (National Anthem) হিসেবে গাওয়া হয়। তা গাইতে ৫২ সেকেন্ড সময় লাগে। কিন্তু, কেন জাতীয় সঙ্গীত গাইতে ৫৮ সেকেন্ড সময় লেগেছে?  এই অভিযোগেই এবার শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-সহ ৫ বিজেপি (BJP) নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ জানাল তৃণমূল (TMC)!


যে ঘটনা ঘিরে শোরগোল পড়ে গেছে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। ঘটনার সূত্রপাত ২৯ মার্চ। কাঁথির পোস্ট অফিস মোড়ে, জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদসভার আয়োজন করেছিল তৃণমূল। সেখানেই কাঁথির ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রিনা দাস, ভুল জাতীয় সঙ্গীত গান বলে অভিযোগ ওঠে। যার প্রতিবাদে তেসরা এপ্রিল, পাল্টা সভার ডাক দেয় বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। 


বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সেই মঞ্চে বলতে শোনা যায়, "কতিপয় অশিক্ষিত, অর্ধশিক্ষিত, দেশদ্রোহী, জাতীয় সঙ্গীতের অবমাননা তো করেইছেন, সঙ্গে সঙ্গে আমাদের স্বাধীনতা সংগ্রামের ভূমি-কাঁথির নামটাও গোটা দেশে ছড়িয়ে পড়েছে যে, এখানেও জাতীয় সঙ্গীতের অবমাননা করা হয়েছে। নাম না করে তৃণমূলকে খোঁচা দেওয়ার পাশাপাশি, এই মঞ্চে আবার জাতীয় সঙ্গীত গান শুভেন্দু অধিকারীরা।


আরও পড়ুন, এখনও বুক ধড়ফড়ানি কমছে না অনুব্রতের, তৃণমূলের বীরভূম জেলা সভাপতির জন্য বসল মেডিকেল বোর্ড


যা নিয়ে তৃণমূলের অভিযোগ, ৫২ সেকেন্ডের জায়গায় ৫৮ সেকেন্ড ধরে জাতীয় সঙ্গীত গেয়েছেন বিজেপি নেতারা। এরপরই শুভেন্দু-সহ ৫জনের বিরুদ্ধে কাঁথি থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে তৃণমূলের তরফে। তৃণমূল নেতা ও সভাপতি, কাঁথি ১ পঞ্চায়েত সমিতির প্রদীপ গায়েন বলেন, "ওই কাউন্সিলারের ভুলের জন্য, আমরা জনগণের কাছে ক্ষমাপ্রার্থনা করেছি। কিন্তু বিজেপি প্রতিবাদ জানাতে গিয়ে ভুল করেছে। ওদেরও জনসমক্ষে ভুল স্বীকার করা উচিত।" অন্যদিকে, কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুদাম পণ্ডিত বলেন, "ওনাদের নিজের উচিত ছিল জনসমক্ষে ভুল স্বীকার করা উচিত ছিল, সেটা না করে আমাদের দোষ দেখতে পায়। অভিযোগ করতেই পারেন, আমাদের কিছু যায় আসে না।" জাতীয় সঙ্গীত নিয়েও বিজেপি-তৃণমূলের রাজনীতি থামছে না!!