মুম্বই: আর বাকি মাত্র কয়েকটা দিন। তারপরই বলিউডের দুই জনপ্রিয় তারকা রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt) বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। যত দিন এগিয়ে আসছে, তত তাঁদের বিয়ের নানা তথ্য প্রকাশ্যে আসছে। যদিও ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) মতোই বিয়ের প্রসঙ্গে মুখে তালা দিয়ে রেখেছেন দুই তারকা ও তাঁদের পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই জানা গিয়েছে, চলতি মাসের ১৩ থেকে ১৪ এপ্রিলের মধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাঁরা।
রণবীর-আলিয়ার বিয়ে-
সম্প্রতি বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, কপূরের পরিবারের এই প্রজন্মের তারকাদের মধ্যে অন্যতম জনপ্রিয় রণবীর কপূর। আর পরিবারের অত্যন্ত প্রিয় সদস্য। তাই মহা ধূমধামের সঙ্গে হতে চলেছে তাঁর বিয়ে। নেট মাধ্যমে ইতিমধ্যেই খবর প্রচারিত হয়েছে যে, আগামী ১৭ এপ্রিল পঞ্জাবী রীতি অনুযায়ী আলিয়া ভট্টকে বিয়ে করবেন রণবীর কপূর (Ranbir Kapoor Alia Bhatt Wedding)। আর ইতিমধ্যেই আর.কে বাংলো ও কপূর পরিবারের ঐতিহ্যবাহী প্রাসাদপম বাড়ি সাজানো শুরু হয়ে গিয়েছে। হাতে আর একেবারেই বেশি সময় নেই। তাই প্রস্তুতি চলছে জোর কদমে।
আরও পড়ুন - Ranbir-Alia Wedding: রণবীর-আলিয়ার বিয়ের খবরের মাঝেই ভাইরাল ঋষি-নীতুর বিয়ের কার্ড
প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণেই এতটা পিছিয়ে গিয়েছে রণবীর কপূর ও আলিয়া ভট্টের বিয়ে। জানা যাচ্ছে বলিউড অভিনেত্রী আলিয়া ভট্টের দাদুর শারীরিক অবস্থা ভালো নেই। আর তাই দ্রুত বিয়ে সেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সূত্রের খবর, আলিয়া ভট্টের দাদু নরেন্দ্র নাথ রাজদানের শরীর ক্রমশ খারাপ হচ্ছে। তাই অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে তাঁর বিয়ে দ্রুত সারার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কপূর এবং ভট্ট পরিবারের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, রণবীর কপূর এবং আলিয়া ভট্ট চলতি মাসেই অর্থাৎ এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। আলিয়ার দাদুর শরীর ক্রমশ খারাপ হচ্ছে। তিনি চান দ্রুত রণবীর-আলিয়া বিয়ে সেরে ফেলুন। তাঁর সঙ্গে 'ব্রহ্মাস্ত্র' তারকার সম্পর্ক অত্যন্ত মধুর। তিনি রণবীরকে খুবই ভালোবাসেন।