সমীরণ পাল, হাবরা : ২০১৯-এর লোকসভা ভোটে যা ছিল প্রতিশ্রুতি, এবারের নির্বাচনের দোরগোড়ায় এসে সেই CAA আইন কার্যকর করেছে মোদি। এর বিরোধিতায় ক্রমাগত সুর চড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, উত্তর ২৪ পরগনায় দক্ষিণ হাবরার সভা থেকে পাল্টা তাঁকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী।  বললেন, একজনেরও যদি নাগরিকত্ব যায় তাহলে আমি বিধায়ক পদ থেকে পদত্য়াগ করব। 


এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে শুভেন্দু বলেন, 'আমি আপনাকে আজকে চ্য়ালেঞ্জ করছি একজনেরও যদি নাগরিকত্ব যায় তাহলে আমি বিধায়ক পদ থেকে পদত্য়াগ করব। আর একজনেরও যদি নাগরিকত্ব না যায়, আপনি পদত্য়াগ করবেন তো। করবেন তো আপনি? ' 


হালফিলে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার সিএএ নিয়ে সতর্ক করেছেন মানুষকে। তিনি বলেছেন, ' এই আইনটা মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য। অত্যন্ত ভয়ঙ্কর! কালাকানুন! ' মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলে এসেছেন, ' যদি CAA দেখিয়ে, NRC নিয়ে এসে কারও, যাঁরা এখানকার নাগরিক, তাঁদের নাগরিকত্ব ক্যানসেল করা হয়, তা হলে কিন্তু আমরা কেউ চুপ থাকব না। আমরা জোরালভাবে এটার প্রতিবাদ করব। আর CAA এর নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে, এই চালাকিও আমরা করতে দেব না। ' 


অতীতে মুখ্যমন্ত্রীকে জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। 'মমতাজিকে খোলাখুলি চ্যালেঞ্জ জানাচ্ছি যে, এই আইনে একটি ধারা দেখান, যেখানে কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার সংস্থান রয়েছে।... এতে ডিটেনশন ক্যাম্পের কোনও বিষয়ই নেই...কেউ অবৈধভাবে ভারতে এলেও, শরণার্থীরূপে স্বীকৃতি দেবে এই আইন। কোনও ফৌজদারী মামলা আপনার বিরুদ্ধে হবে না। আর ভারতে আপনার যাবতীয় কর্মকাণ্ডকে স্বীকৃতি দেওয়া হবে। কারও ভয় পাওয়ার প্রয়োজন নেই' 


এবার সেই সুর শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়। তিনি বললেন, 'মিথ্য়াবাদী মমতা ব্য়ানার্জি। একজনেরও যদি কোনওভাবে তার সুবিধাতে বাধা সৃষ্টি হয়, পদত্য়াগ আপনি করবেন তো? আমি করব। চ্য়ালেঞ্জটা নেন না। চ্য়ালেঞ্জটা আপনি নিতে পারবেন না।' শুভেন্দু দাবি করেছেন, শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুররা ফর্ম ফিল-আপ করছেন। আর এই প্রেক্ষাপটেই প্রশ্ন তুলেছে তৃণমূল। 'যদি নাগরিকই না হন। ভোটে লড়ছেন কীভাবে? ' 


সেই ২০১৯ থেকে বিতর্ক-বাগযুদ্ধের কেন্দ্রে CAA। ২০২৪ এর ভোটের আগে ফের একবার শিরোনামে সিএএ।  শেষপর্যন্ত কারা এই ইস্যুকে কাজে লাগিয়ে লাভবান হবে, সে উত্তর সময়ই দেবে। 


আরও পড়ুন : 


Arjun Singh Exclusive : বিজেপি-তৃণমূল বাপের বাড়ি-শ্বশুরবাড়ি? অর্জুনের ফুল-বদলের রহস্য জানত বিজেপি? এক্সক্লুসিভ অর্জুন সিংহ