প্রকাশিত হল পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা। কার নাম আছে? বাদ পড়েছে কত নাম? দেখা যাচ্ছে নির্বাচনের কমিশনের অ্যাপ ও ওয়েবসাইটে লগ ইন করলেই। এছাড়া খসড়া ভোটার তালিকা মিলবে BLO-র কাছেও। ১৫ জানুয়ারি পর্যন্ত জানানো যাবে তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ। আগেই পূর্বাভাস ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর মতো হেভিওয়েট প্রার্থীদের কেন্দ্র, এমনকী তাঁদের নিজেদের বুথ থেকেও বাদ পড়েছে ভোটার। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে বাদ গেছে ৪৪ হাজারের বেশি নাম। তিনি যে কেন্দ্রে ভোট দেন, সেই মিত্র ইনস্টিটিউশনের বুথ থেকে বাদ গেছে ১২৭ জন ভোটারের নাম। অন্যদিকে শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামে ১০ হাজার ৫৯৯ জনের নাম বাদ গেছে।  নন্দীগ্রামের ৭৯ নম্বর বুথের ভোটার শুভেন্দু অধিকারী। নন্দনায়কবাড় প্রাইমারি স্কুলের সেই বুথে ১১টি নাম বাদ গেছে।              

Continues below advertisement

শুভেন্দুর খোঁচা                    

এই প্রসঙ্গে বিরোধী দলনেতাকে প্রশ্ন করলে তিনি বলেন, ' একটা বুথে ৮০০ থেকে ১২০০ ভোটার থাকে। সেক্ষেত্রে ১২৭ টি নাম বাদ যাওয়া মানে, শতকরা ১০ শতাংশরও বেশি নাম । ১ টা বুথে ৮ জন , ১০ জন স্বাভাবিক। বিবাহ হয়ে কোনও বোন অন্য জায়গায় চলে গেছেন। শিফটেড। ইতিমধ্যে কেউ মারা গিয়েছে। এটা খুব স্বাভাবিক' 

Continues below advertisement

রাজ্যের একাধিক হেভিওয়েট বিধানসভা কেন্দ্রে হাজার হাজার নাম বাদ গেছে। তালিকার একদম ওপরে রয়েছে চৌরঙ্গী। তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। তাঁর কেন্দ্রে ৭৪ হাজার ৫৫৩ জনের নাম বাদ গেছে। জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্ত। এই কেন্দ্রে বাদ যাওয়া ভোটারের সংখ্যা ৭২ হাজার ৯০০। বাবুল সুপ্রিয় বালিগঞ্জের তৃণমূল বিধায়ক। সেখানে ৬৫ হাজার ১৭০ জনের নাম বাদ গেছে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের কেন্দ্র কলকাতা বন্দরে ৬৩ হাজার ৭৩০ জনের নাম বাদ গেছে। কসবার তৃণমূল বিধায়ক জাভেদ খানের কেন্দ্রে বাদ যাওয়া ভোটারের সংখ্যা ৫৮ হাজার ২২৭। দেবব্রত মজুমদার যাদবপুরের তৃণমূল বিধায়ক। তার কেন্দ্রে ৫৪ হাজার ২৩২ জনের নাম বাদ গেছে। ডেপুটি মেয়র অতীন ঘোষের কেন্দ্র কাশীপুর বেলগাছিয়ায় বাদ যাওয়া ভোটারের সংখ্যা ৫৩ হাজার ৩৬০। রত্না চট্টোপাধ্যায়ের বেহালা পূর্ব কেন্দ্রে ৫৩ হাজার ৮৪ জনের নাম বাদ গেছে খসড়া তালিকা থেকে।