কলকাতা: প্রশাসনের অনুমতি ছাড়াই গঙ্গারামপুরে বিজেপির বিজয় সংকল্প সভা হয় শনিবার। সেই সভা থেকেই মুসলিম ভোট নিয়ে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা। ছাব্বিশের বিধানসভা ভোটকে টার্গেট করে প্রতিটা রাজ্যে বিজয় সংকল্প যাত্রা করছে বিজেপি।

Continues below advertisement

তিনি বলেন, 'কথা দিয়েছিলাম, গঙ্গারামপুরে এসেছি। দক্ষিণ দিনাজপুরের মানুষ জানেন কীভাবে ৬-০ করতে হবে। এই সরকারকে উপড়ে ফেলতে হবে, না হলে পশ্চিমবঙ্গ থাকবে না। আমরা মুসলিম ভোট পাই না, আমি বলিনি চাই না। নরেন্দ্র মোদি আপনাদের সব দিয়েছে। আজ তাঁদের সামনে রেখে রাজনীতি চলছে।

শুভেন্দু অধিকারী বলেন, 'এরা ভারতীয় মুসলমান নন, এরা অনুপ্রবেশকারী রোহিঙ্গা। বিএসএফ-কে জমি দেয়নি রাজ্য সরকার। আজ বাংলাদেশেও হিন্দুরা ভাল নেই। বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গে হিন্দুদের সংখ্যা কমেছে। ২০২৭-এ জনগণনা শুরু হবে, হিন্দুরা ৬৫%-এ নেমে যাবে। দক্ষিণ দিনাজপুরের মেডিক্যাল কলেজ কলেজ হয়নি কেন? ছাব্বিশে দক্ষিণ দিনাজপুরে ৬-০, তারপরেই এখানে মেডিক্যাল কলেজ হবে।' 

Continues below advertisement

বিরোধী দলনেতা বলেন, 'এই রাজ্যে কোনও চাকরি নেই, PSC নেই, SSC নেই। গত একবছরে ৮ হাজারের বেশি স্কুল বন্ধ করেছে তৃণমূল সরকার। এ রাজ্যে তৃণমূল থাকলে চাকরি হবে না।' 

সবাই জোট বাঁধুন, গঙ্গারামপুরের সভা থেকে আহ্বান শুভেন্দুর। বিজেপি নেতা বলেন, 'টাটাদের পর এই রাজ্য থেকে একের পর এক শিল্প চলে গেছে। গ্রামে জোট বাঁধুন, আমার পাড়া, তৃণমূলকে তাড়া। আবাস যোজনার জন্য ৩০ হাজার কোটি টাকা দিয়েছে কেন্দ্র। তারপরেও আপনারা বাড়ি পাননি কেন? জল প্রকল্পের সুফলও পাচ্ছেন না রাজ্যবাসী। এখানে জল আছে, নল নেই, এদের তাড়াতে হবে''তৃণমূল নামে ধর্ষকদের পার্টি। কামদুনি, কাকদ্বীপ, হাঁসখালি থেকে কালিয়াগঞ্জ। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। হাঁসখালি ধর্ষণকাণ্ডকে প্রেমের গল্পের তত্ত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী'।