উজ্জ্বল মুখোপাধ্য়ায়, সুদীপ্ত আচার্য ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: আর জি কর থেকে কসবার আইন কলেজ। রাজ্যের নারী নিরাপত্তা ইস্য়ুতে তৃণমূলকে আক্রমণ শানাচ্ছে বিরোধীরা। রাজ্যে এসে এই ইস্য়ুতেই তৃণমূলকে বিঁধেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২১ জুলাই এর মঞ্চে পাল্টা ওড়িশার প্রসঙ্গ টেনে নাম না করে প্রধানমন্ত্রীকে জবাব দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

আরও পড়ুন, ভোটার তালিকার বিশেষ সংশোধনের তীব্র প্রতিবাদ মমতার, "বিহারের মতো 'SIR' চাই", পাল্টা দাবি শুভেন্দুর

সম্প্রতি দুর্গাপুরের জনসভা থেকে আর জি কর কাণ্ড থেকে কসবা গণধর্ষণের প্রসঙ্গ টেনে তৃণমূলকে আক্রমণ করেছিলেন নরেন্দ্র মোদি। ২১ জুলাইয়ের সভা থেকে তা নিয়ে পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি বলেছিলেন, আরেক কলেজে আরেক মেয়ের ওপর ভয়ঙ্কর অত্যাচারের ঘটনা ঘটেছে। সেখানেও অভিযুক্তের সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, ওড়িশায় ছাত্রী সম্মান রক্ষা করতে গিয়ে যখন দৌড়াচ্ছিল, তাঁকে  জ্বলন্ত রাস্তায় পুড়িয়ে দিয়েছেন। পুড়িয়ে মেরেছেন, উত্তর দেবেন? আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের পর সাউথ ক্য়ালকাটা ল' কলেজ। আইন কলেজের মধ্য়েই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ । অভিযুক্ত, একদা তৃণমূল ছাত্র পরিষদের দাপুটে নেতা ও তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্র!আর জি করের পর আইন কলেজের ঘটনা ঘিরে যখন তোলপাড় গোটা দেশ। পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তা ইস্য়ুতে যখন রাস্তায় নেমেছে বিরোধীরা। রাজ্যে এসে নারী নিরাপত্তা নিয়ে তৃণমূলকে বিঁধেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তখনই বিজেপি শাসিত ওড়িশা থেকে নারী নির্যাতন-গায়ে আগুন-মৃত্য়ুর মতো একের পর এক ভয়ঙ্কর ঘটনা সামনে আসছে।  

২১ এর মঞ্চে থেকে সেই প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীকে জবাব দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আজ পশ্চিমবঙ্গের হাসপাতালও সুরক্ষিত নয় মহিলাদের জন্য। আপনারা সবাই দেখেছেন, যখন এখানে মহিলা চিকিৎসকের সঙ্গে অত্যাচার হয়েছে, তখন তৃণমূল সরকার কীভাবে অপরাধীদের রক্ষা করেছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেক কলেজে আরেক মেয়ের সঙ্গে ভয়ঙ্কর অত্যাচারের ঘটনা ঘটেছে।  মুখ্য়মন্ত্রী বলেন, 'বিজেপির নেতারা বলতে পারেন, যারা বলে গেলেন, বলতে পারেন, ওড়িশায় ছাত্রী সম্মান রক্ষা করতে গিয়ে যখন দৌড়াচ্ছিল, তাঁকে  জ্বলন্ত রাস্তায় পুড়িয়ে দিয়েছেন। পুড়িয়ে মেরেছেন, উত্তর দেবেন? উত্তর চাই। উত্তর দিতে হবে। উত্তর দিতে হবে।'  

রাজ্যে এসে তৃণমূলের বিরুদ্ধে অভিযুক্তদের আড়াল করার অভিযোগও এনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তারও জবাব দেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, দু'টো ছাত্রীর উপর অত্য়াচার হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে অ্য়াকশন নিয়েছি। একটা কেসটা তো CBI-এর হাতে আছে। আমরা সঙ্গে সঙ্গে অ্য়াকশন নিই কিছু ঘটলে। আমরা নিজেরা কখনও এগুলোকে প্রোটেকশন দিইনি।'

বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, মা-রা, দিদিরা, বোনেরা, কন্যারা আপনারা কেউ সুরক্ষিত? কেউ সুরক্ষিত? অভয়ার কথা মনে আছে? ডাক্তার বোন, দায়ী কে? ধর্ষকদের নেত্রী কে? এই মাটিগাড়ায় সাদ্দাম ক্লাস টেনের ছাত্রী, গোর্খা, নেপালি ছাত্রীকে কী করেছিল মনে আছে? কালিয়াগঞ্জে রাজবংশী বাড়ির মেয়েকে জাভেদ কী করেছিল মনে আছে, ছাড়বেন এদের? সিপিএম আবার তৃণমূল ও বিজেপি দুই দলকেই এক সারিতে ফেলে নিশানা করেছে।সিপিএম রাজ্য সম্পাদক  মহম্মদ সেলিম বলেন, নারী নিরাপত্তা নিয়ে উদাসীন দুই সরকার।সব মিলিয়ে নারী নির্যাতন নিয়ে তৃণমূল-বিজেপি তরজার পারদ তুঙ্গে।