কলকাতা: অযোধ্যায় (Ayodhya) রাম মন্দিরে (Ram Mandir Inauguration) রামলালার প্রাণপ্রতিষ্ঠার আগে কলকাতায় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মিছিল। রামচন্দ্রের সঙ্গে বাংলার যোগসূত্র হিসেবে মিছিলের মূলভাবনা অকালবোধন। ধূপ-ধুনো জ্বালিয়ে, ঢাক বাজিয়ে দুর্গা প্রতিমা নিয়ে শোভাযাত্রা করবে গেরুয়া শিবির। মিছিলের জন্য কলকাতা হাইকোর্টের অনুমতি পেয়েছে আয়োজক শ্রীরাম সেনা। উত্তর কলকাতার গণেশ টকিজের বৈকুণ্ঠপুর মন্দির থেকে শুরু হয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের রাম মন্দির পর্যন্ত যাবে রামের নামে এই শোভাযাত্রা। 


অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে নব নির্মিত রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে। ১২টা ২৯ মিনিট ৮ সেকেন্ড থেকে ১২টা ৩০ মিনিট ৩২ সেকেন্ড। ৮৪ সেকেন্ডের মাহেন্দ্রক্ষণে প্রাণপ্রতিষ্ঠা হবে। সকাল ১০.২৫-এ অযোধ্যা বিমানবন্দরে নামবে প্রধানমন্ত্রীর বিমান। ১০.৪৫-এ পৌঁছবেন অযোধ্যা হেলিপ্যাডে। সেখান থেকে সকাল ১০টা ৫৫-য় যাবেন রাম জন্মভূমিতে। রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে বেলা ১২টা ৫ থেকে ১২টা ৫৫ পর্যন্ত। বেলা ১২টা ৫৫-য় পূজাস্থল ছাড়বেন প্রধানমন্ত্রী। 


অযোধ্যা থেকে কয়েকশো মাইল দূরে কলকাতা। উৎসবের মেজাজ এই শহরেও। বাংলাজুড়ে একাধিক কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির। গতকাল সন্ধেয় শশীভূষণ দে স্ট্রিটের বিবেকানন্দ পার্কে যজ্ঞের আয়োজন করেন বিজেপি নেতা সজল ঘোষ। সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। যজ্ঞের পাশপাশি হনুমান চালিশা পাঠে অংশ নেন বিজেপি নেতারা।এদিন কলকাতার বৈকুণ্ঠনাথ মন্দির থেকে রাম মন্দির পর্যন্ত শোভাযাত্রায় অংশ নেবেন শুভেন্দু অধিকারী। সন্ধে ৬টা নাগাদ, হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে গঙ্গা আরতি করবেন বিরোধী দলনেতা। এরপর সন্ধে ৭টায়, গরচায় রাম দরবারের উদ্বোধন করার কথা শুভেন্দু অধিকারীর।অন্যদিকে, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে পদযাত্রায় অংশ নেবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে পদযাত্রায় থাকবেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। 


রামমন্দির উদ্বোধন ঘিরে অযোধ্যা যেন উৎসব নগরী। হাজার হাজার ভক্তের ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যায় এসেছেন সাধু-সন্তরা। বিদেশ থেকেও এসেছেন অতিথিরা। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। জায়গায় জায়গায় চেকিং পয়েন্ট। চলছে নাকা তল্লাশি। SPG ও কমান্ডো বলয়ের ঘেরাটোপে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র ও বিশেষ অতিথি ছাড়া প্রবেশ নিষেধ। ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। 


রামভূমি অযোধ্যার দর্শন করুন এবিপি মেটাভার্সে। ক্লিক করুন।     


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: South Bengal Weather: একধাক্কায় নামল পারদ, কনকনে ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গ