কলকাতা: জরুরি ভিত্তিতে বঙ্গ বিজেপি (BJP) নেতৃত্বকে দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের তলব। রাজ্য বিজেপির সভাপতি, বিরোধী দলনেতা এবং সাধারণ সম্পাদক সংগঠনকে দিল্লিতে তলব । সোমবার সকালে দিল্লিতে বঙ্গ বিজেপির মেগা বৈঠক। পঞ্চায়েত ভোটের ফলের ভিত্তিতে নেওয়া হতে পারে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, খবর বিজেপি সূত্রে। কাল রাতেই দিল্লি যাচ্ছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), অমিতাভ চক্রবর্তী। 


সংঘাত অব্যাহত: রাজ্য এবং বিরোধীদের সংঘাত অব্যাহত। পঞ্চায়েত ভোটপর্বে যা আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছে তৃণমূল। এনিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করলেন শুভেন্দু অধিকারী। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও উল্লেখ করেছেন বিরোধী দলনেতা। ওরাই উস্কানি দিয়ে ভোটে গন্ডগোল করেছে। বিজেপিকে পাল্টা কটাক্ষ শশী পাঁজার।


শুক্রবার ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই এই কর্মসূচি ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই প্রেক্ষাপটেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগে, একাধিক থানায় অভিযোগ জানাল বিজেপি।                        


ইমেল মারফত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও উল্লেখ করেছেন তিনি। এর আগে ই-মেল মারফৎ অভিষেকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগপত্র পাঠান বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ি। 


বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দেওয়ার পিছনে উস্কানি ও ভয় দেখানোর অভিযোগও তুলেছেন তিনি। বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক! তৃণমূলের কর্মসূচি গণতন্ত্র বিরোধী: বিজেপি। শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও-এর কর্মসূচি ঘোষণা করার পর, তাতে কিছুটা বদল আনেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


বাড়ি ঘেরাও কর্মসূচির ঘিরে তৃণমূল-বিজেপির সংঘাতের আবহে অনেকেই প্রশ্ন তুলছেন,বাংলায় রাজনৈতিক নেতা-মন্ত্রীদের বাড়ি ঘেরাওয়ের সূচনা করেছিল কারা? আর তা নিয়েই তৃণমূলের সঙ্গে তরজায় জড়িয়ে পড়েছে সিপিএম।


তৃণমূলের ডাকে ব্লকে ব্লকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি নিয়ে আপাতত সরগরম রাজ্য রাজনীতি! তাই আগামী ৫ অগাস্ট কী হয়, এখন সেটাই দেখার।


আরও পড়ুন: Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের শুভেন্দুর, কেন?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial