বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম : শুভেন্দু অধিকারীর ( Suvendu Ahikari ) বিজয়া সম্মিলনী । আর তার  আগে ভয়ঙ্কর উত্তেজনা ছড়াল নন্দীগ্রামের ( Nandigram ) মহেশপুরে । 


পথ অবরোধ TMC র 
বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার আগেই পথ অবরোধ করল তৃণমূল। তা ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় অশান্তি আটকাতে।


 শুভেন্দুর বিজয়া সম্মেলনী
পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে জেলায় জেলায় বিজয়া সম্মেলনীর আয়োজন করছে বিজেপি।  বিকেলে নন্দীগ্রামের মহেশপুরে বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, এলাকায় তাদের পতাকা, ব্যানার ছিঁড়ে দেন বিজেপি কর্মীরা। তৃণমূল কর্মী, সমর্থকদের মারধরও করা হয় বলে অভিযোগ ঘাসফুল শিবিরের।


রাজ্য সড়ক অবরোধ তৃণমূলের
তৃণমূল তিনঘণ্টারও বেশি সময় ধরে শুভেন্দু অধিকারীর বিজয়া সম্মিলনীর মঞ্চের কাছে তেখালি-নন্দীগ্রাম রাজ্য সড়ক অবরোধ করে রাখে তৃণমূল কর্মীরা। শুভেন্দু অধিকারীর অনুষ্ঠান বানচাল করতেই মিথ্যা অভিযোগে পথ অবরোধ, পাল্টা দাবি করে বিজেপি। 


এলাকায় তৃণমূলের পতাকা-ব্যানার ছিঁড়ে দিয়েছেন বিজেপি কর্মীরা, অভিযোগ করেন শাসক দলের কর্মীরা। রাস্তায় জলে আগুন। ধোঁয়া ছড়িয়ে পড়ে চারিদিকে। 


অন্যদিকে, ২০২১-এর একটি মামলার সূত্রে শুভেন্দু অধিকারীকে নোটিস পাঠায় তমলুক থানা। গত বছর তমলুক এসপি অফিসের সামনে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে মামলা হয়। সেই মামলায় এবার বয়ান রেকর্ডের জন্য বিরোধী দলনেতাকে নোটিস পাঠাল  পুলিশ।


নোটিসে বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশ মতো শুভেন্দু অধিকারী আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর সময় ও জায়গার কথা জানালে, সেখানে গিয়ে বয়ান রেকর্ড করবে পুলিশ। তবে নন্দীগ্রামের বিধায়ক এই  নোটিসকে গুরুত্ব দিতে নারাজ। তাঁর বক্তব্য, এই কেসে অধিকাংশই জামিন পেয়েছেন। তাছাড়া তাঁকে নোটিস দেওয়ার ক্ষেত্রে হাইকোর্টেরও নির্দেশ রয়েছে। তাই তিনি এই নোটিসকে গুরুত্ব দিচ্ছেন না।