কলকাতা: দাড়িভিটকাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অবিলম্বে ক্ষতিপূরণের নির্দেশ। নির্দেশ হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার। দাড়িভিটকাণ্ডে হাইকোর্টের এনআইএ তদন্তের নির্দেশকে স্বাগত জানালেন শুভেন্দু অধিকারী।


এনআইএ তদন্তের নির্দেশকে স্বাগত: এদিন বিরোধী দলনেতা ট্যুইট করেন, 'রাষ্ট্রীয় মদতে দাড়িভিটের দুই প্রাক্তন ছাত্র রাজেশ ও তাপসকে খুনের তদন্ত করবে এনআইএ। কলকাতা হাইকোর্টের এনআইএ তদন্তের নির্দেশকে স্বাগত জানাই। মমতা-সরকার স্কুলে উর্দু চাপিয়ে দেওয়ার বিরোধিতা করায় দুজনকে খুন করা হয়। ২০১৮-র ২০ সেপ্টেম্বর স্কুল চত্বরে তাপস-রাজেশকে খুন করে পুলিশ। সত্য প্রকাশ্যে আসবে, বাংলা ভাষার দুই শহিদ রাজেশ-তাপস বিচার পাবে'। ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 


 





প্রায় ৫ বছরের অপেক্ষা, অবশেষে উত্তর দিনাজপুরের দাড়িভিটে দুই ছাত্রের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায়, NIA তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আরও এক মামলায় রাজ্যের তদন্ত সংস্থার ওপর কার্যত অনাস্থা প্রকাশ আদালতের। সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল দাড়িভিটের নিহতদের পরিবার। কার্যত মান্যতা পেল কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্তের সেই দাবি। তবে সিবিআই নয়, কেন্দ্রীয় এজেন্সি এনআইএ-কে তদন্তভার তুলে দিল হাইকোর্ট।

২০১৮-র সেপ্টেম্বরে, উত্তর দিনাজপুরে দাড়িভিটে, বাংলার শিক্ষকের দাবিতে বিক্ষোভের সময় গুলি-বিদ্ধ হয়ে মৃত্যু হয় তাপস বর্মন এবং রাজেশ সরকারের। সেই ঘটনায় বিচারপতি রাজাশেখর মান্থা-র নির্দেশ, ২ ছাত্রের মৃত্যুর ঘটনায় তদন্ত করবে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। বিচারপতি জানান, বোমা বিস্ফোরণের অভিযোগ ছিল বলেই তদন্তভার এনআইএ-কে দেওয়া হচ্ছে। পাশাপাশি, পুত্রহারা দুই পরিবারের জন্য অবিলম্বে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি।


সিবিআই, ইডি, আয়কর এবং এনআইএ-সাম্প্রতিক অতীতে বাংলার বিভিন্ন মামলায়, লাগাতার তদন্ত-অভিযান চালাচ্ছে এই ৪ কেন্দ্রীয় এজেন্সি। এর মধ্যে  সম্প্রতি রামনবমীর মিছিল ঘিরে হাওড়ার শিবপুর, উত্তর দিনাজপুরের ডালখোলা এবং হুগলির রিষড়ায় অশান্তির ঘটনার তদন্তভার এনআইএ-র হাতে তুলে দেয় হাইকোর্ট। গতবছর ৮ অক্টোবর রাত থেকে মোমিনপুরে সংঘর্ষের ঘটনার তদন্তভার এনআইএ-কে দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের ওপর ছাড়ে আদালত। গত বছরের ২১ শে এপ্রিল, বীরভূমের জোড়া বিস্ফোরণের মামলার তদন্তভার এনআইএ-র হাতে তুলে দেয় বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ। ২০২২-এর ২৩ ফেব্রুয়ারি হাওড়ার আমতার চন্দ্রপুরে তৃণমূল পার্টি অফিসের কাছে বোমা বিস্ফোরণে মৃত্য়ু হয় একজনের। সেই ঘটনায় এনআইএ-কে পক্ষ করার নির্দেশ দেন বিচারপপতি রাজাশেখর মান্থা। ওই বছরেরই ৩০ অগাস্ট মালদার কালিয়াচক এবং দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর জোড়া বিস্ফোরণে NIA তদন্ত করবে কিনা, সেই সিদ্ধান্ত কেন্দ্রের ওপরেই ছাড়ে হাইকোর্ট। এবার উত্তর দিনাজপুরের দাড়িভিটকাণ্ডেও এনআইএ তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি মান্থা।


আরও পড়ুন: Walking Fact: পার্ক না কি ট্রেডমিল? দৌড়নোর লাভ কোথায় বেশি? কোনটা বাছবেন?