কলকাতা : মঙ্গলবার নবান্নে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ( Mamata Banerjee ) সঙ্গে বৈঠক করলেন অরবিন্দ কেজরিওয়াল ( Arvind Kejriwal ) । বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, আর তো ৬ মাস, তার আগেও হতে পারে, কোনও মিরাকেল হতে পারে। অন্যদিকে কেজরিওয়াল বলেন, দিদি বলেছেন, রাজ্যসভায় সমর্থন করবেন। এটা হলে চব্বিশের আগে একটা সেমিফাইনাল হবে, পাল্টা, জবাব দিয়েছে বিজেপি।


নবান্নয় মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বৈঠককে কটাক্ষ করে ট্যুইট করেছেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) । 'পশ্চিমবঙ্গের স্টেট সেক্রেটারিয়েটকে অনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে' - তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ বিধানসভার বিরোধী দলনেতার। 


তিনি প্রশ্ন তুলেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য রাজ্য সচিবালয়কে ব্যবহার করা হয়েছে। রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও এই রাজনৈতিক বৈঠকে উপস্থিত ছিলেন। যদি এই বৈঠক দুই মুখ্য়মন্ত্রীর হয়, তাহলে কী বাণিজ্যিক সিদ্ধান্ত এখানে নেওয়া হল?  পশ্চিমবঙ্গ এবং দিল্লির সরকারের মধ্যে কোনও মউ সাক্ষরিত হল কি? দিল্লি সরকার কি পশ্চিমবঙ্গকে আবগারি নীতির ব্যাপারে কোনও সাহায্য করতে চলেছে ? কীভাবে সততা এবং স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগ সম্ভব? সেই ব্যাপারে দিল্লির শিক্ষা দফতরকে কি কোনও প্রশিক্ষণ দিচ্ছে রাজ্য?' ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।  


প্রায়, ১ ঘণ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আম আদমি পার্টির নেতৃত্বের কথা হয়। দিল্লি সংক্রান্ত অর্ডিন্যান্স নিয়ে, লোকসভায় বিজেপির কোনও চিন্তা নেই, কারণ তাদের নিরঙকুশ সংখ্যাগরিষ্ঠতা আছে, কিন্তু, রাজ্য়সভায় এই অর্ডিন্য়ান্স আটকাতে হলে কেজরিওয়ালের কংগ্রেসের সমর্থন একান্তই প্রয়োজন। কিন্তু কংগ্রেস কি তা করবে? অর্ডিন্যান্সের বিষয়ে কংগ্রেস এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। দিল্লি প্রদেশ কংগ্রেস এবং সমমনোভাবাপন্ন দলের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। 


নজর রাখুন



" target="_blank">



বেলা ১২টায়  উচ্চমাধমিকের ফলপ্রকাশ। সাড়ে ১২টা থেকে এবিপি আনন্দের ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।  ক্লিক করুন : wb12.abplive.com 


https://www.abplive.com/exam-results/wb-board-12th-result-5e6615bf76c62.html/amp 


https://news.abplive.com/exam-results/wb-board-higher-secondary-result-5e68a35cb902c.html/amp