রাজা চট্টোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, ও শিবাশিস মৌলিক, কলকাতা: মুখ্যমন্ত্রীর সফরের জন্য টাকা খরচ করে সাজানো হচ্ছে তৃণমূল বিধায়কের রিসর্ট। এই অভিযোগ তুলে আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও তৃণমূল বিধায়ক তাঁর ফার্ম হাউস সংস্কারের কথা অস্বীকার করলেও, শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 


সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার আগে সুর চড়ালেন বিরোধী দলনেতা।  জলপাইগুড়ির মালবাজারের তেশিমলার এই ফার্ম হাউসের মালিক উত্তর ২৪ পরগনার মহেশতলার তৃণমূল বিধায়ক দুলাল দাস। তিনি দাবি করেন, উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী তাঁর ফার্ম হাউসে থাকবেন।  


এরপরই শুভেন্দু অধিকারীর অভিযোগ, শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সফরের জন্যই টাকা নষ্ট করে ফার্ম হাউসটি সংস্কার করা হচ্ছে। রবিবার এনিয়ে পরপর দুটি ট্যুইট করেন বিরোধী দলনেতা। তিনি লেখেন, যখন পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিস্থিতি চাপের মুখে এবং সরকার ডিএ মেটাতে, রাস্তা সংস্কার, কর্মসংস্থান করতে অপারগ, তখন কি সরকারি প্রকল্পের টাকা খরচ করে তৃণমূল বিধায়ক দুলালচন্দ্র দাসের প্রাইভেট রিসর্ট সংস্কার করা যুক্তিসংগত? কারণ সেখানে বাংলার ভিভিআইপি গেস্ট, লেডি কিম থাকতে আসছেন।  


আরও পড়ুন, ‘কয়েকটা বাড়ি ভেঙে পড়লে, প্রকল্প ছেড়ে দেওয়া যায় না’, বউবাজার বিপর্যয়কাণ্ডে মন্তব্য সৌগতর


পরে তিনি আরও লেখেন, এখন জনপ্রতিনিধিরা প্রশাসনিক সভাগুলিতে উন্নয়নের কাজের জন্য তহবিল চাওয়ায় মুখ্যমন্ত্রীর ধমকের মুখে পড়ছেন। ৩০ লক্ষেরও বেশি সরকারি চাকরি খালি পড়ে রয়েছে। কারণ, নিয়োগ করা হলে সরকার বেতন দিতে পারবে না। তখন এই ধরনের ব্যয় কি ন্যায়সঙ্গত?






মহেশতলার তৃণমূল কংগ্রেস বিধায়ক  দুলালচন্দ্র দাস বলেন, "সংস্কার করা হয়নি, নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে, মিথ্যের রাজনীতি করছেন শুভেন্দু।" মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর নিয়ে শুভেন্দু অধিকারী আক্রমণ শানাতেই শুরু হয়েছে বিজেপি-তৃণমূল বাগ্‍যুদ্ধ। তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন বলেন, "যখন ওয়েস্ট ইন বেদিক ভিলেজে যান, ছবি পোস্ট করেন আপনারা, তখন কত খরচ হয়, শুভেন্দু আগে সেই জবাব দিন।" 


উল্লেখ্য, মঙ্গলবার মালবাজারে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বিসর্জনের দিন হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে পারেন তিনি।