বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম: দুই ছেলে দুই বিরোধী দলের পোলিং এজেন্ট হওয়ায় শাসকের রোষে এবার মাছ ব্যাবসায়ী বাবা। নন্দীগ্রামের ( Nandigram ) কালীর বাজারে বুধবার সকাল সকাল ছড়াল চাঞ্চল্য। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। চড়ছে রাজনৈতিক পারদ।


নন্দীগ্রাম ১ ব্লকের কেন্দ্যামারি গ্রাম পঞ্চায়েত এলাকায় দেবেন্দ্রনাথ জানার দুই ছেলে। একজন বিজেপি, অন্যজম সিপিএমের পোলিং এজেন্ট। ২৫ মে নরহরি প্রাথমিক বিদ্যালয়ের ২২৫নং বুথে ছিলেন দায়িত্বে। আর সেই জন্যই দেবেন্দ্রনাথ পড়েছেন মহাফাঁপরে।  দুই ছেলে কেন বিজেপি ও সিপিএমের পোলিংএজেন্ট হবেন, তা নিয়ে এলাকার তৃণমূল নেতা-কর্মীদের ক্ষোভের মুখে পড়েন তিনি। তাঁর দুই ছেলের উপরই রীতিমতো ক্ষুব্ধ এলাকার তৃণমূল নেতা কর্মীরা।  দেবেন্দ্রনাথকে মাছের দোকান বন্ধ  করার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ ! 


রোজকার মতো বুধবার সকাল সকাল কালীর বাজারে মাছ নিয়ে বসেন দেবেন্দ্রনাথ জানা। অভিযো, কয়েকদিন ধরে বিভিন্ন প্রকার হুমকি আসছিলই ৃ তৃণমূল কর্মীদের তরফে। আর বুধবার সকালে এসে দোকান বন্ধ রাখার জন্য জোর করেন তৃণমূল কর্মীরা। তিনি তা মানতে রাজি হননি বলে মাছ এলোমেলো ছুঁড়ে ফেলে দেয় তারা। 


তবে এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে স্থানীয় তৃণমূলের নেতা-কর্মীরা।  তৃণমূল তমলুক সাংগঠনিক জেলার  সহ সভাপতি সেখ সুফিয়ানের দাবি , যে বুথের ঘটনা সেখানে  তাঁদের কোনও কর্মীই ছিল না। তৃণমূলের দাবি, ওই বুথ বিজেপির দখলে ছিল। তৃণমূল কংগ্রেসের বদনাম করার জন্য বিজেপি এই অভিযোগ আনছে বলে দাবি। করে বেড়াচ্ছে। অন্যদিকে  বিজেপি জেলা কমিটির সদস্য অভিজিৎ মাইতি জানান, তৃণমূল এখানে হারছে জেনে দিশেহারা হয়ে মানুষকে এভাবে ভয় ভীত  সন্ত্রস্ত করার চেষ্টা করে যাচ্ছে। একই অভিযোগে সরব হয়েছে সিপিএমও।   


এক নজরে তমলুক লোকসভা কেন্দ্র


তমলুক লোকসভা কেন্দ্রের অধীনে যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেগুলি হল তমলুক, পাঁশকুড়া পূর্ব, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া এবং নন্দীগ্রাম। ২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারী ৭ লক্ষের বেশি ভোট পেয়ে এই কেন্দ্র থেকে জিতলেও এই লোকসভা নির্বাচনে তৃণমূল তাঁকে টিকিট দেয়নি। দিব্যেন্দু অধিকারী দিল্লি গিয়ে বিজেপিতে যোগদান করেন। তমলুক থেকে এবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী করে দেবাংশু ভট্টাচার্যকে। বিজেপির প্রার্থী এবার কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিপিএম প্রার্থী  তরুণ তুর্কী সায়ন বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রে আইএসএফ প্রার্থী মহীউদ্দিন আহমেদ। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন, 'সাধারণের টাকা তো রাজকোষ ভরানোর জন্য নয়', বাংলায় 'দুর্নীতি' নিয়ে এবিপি আনন্দে এক্সক্লুসিভ মোদি