কলকাতা: প্রথম সিজন বেশ প্রশংসিত হয়েছিল। বিশেষ নজর কাড়ে সিরিজের গল্প। মন জয় করেছিলেন সন্দীপ্তা সেন (Sandipta Sen)। অদিতি রায় (Aditi Roy) পরিচালিত ওয়েব সিরিজ 'নষ্টনীড়' (Noshtoneer) নারীকেন্দ্রিক। তবে প্রথম সিজন মুক্তির পর থেকে অনুরাগীরা অপেক্ষায়, কবে আসবে দ্বিতীয় সিজন (Second Season)? কোন পথে এগোবে গল্প? অবশেষে সেই কথা জানালেন অভিনেত্রী, ফাঁস করলেন গল্প! কিন্তু তা করতে গিয়েই কী আজব কাণ্ড হল? 


আসছে 'নষ্টনীড় ২', শ্যুটিংয়ে এসেই গল্প শুনিয়ে দিলেন নাকি?


বুধবার এক বিশেষ ঘোষণা নিয়ে এলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। প্রায় বছর খানেকের অপেক্ষার পর হাজির হচ্ছে 'নষ্টনীড়'-এর দ্বিতীয় সিজন। শুরু হয়ে গিয়েছে শ্যুটিং। আর সেই গল্পই দর্শককে শোনাতে বসলেন অভিনেত্রী। কিন্তু তা বলতে গিয়েই হল আজব এক কাণ্ড।


এদিন ভিডিওয় সন্দীপ্তাকে বলতে শোনা যায়, 'আমাকে তোমরা ১ বছর ধরে জিজ্ঞেস করেছ যে 'নষ্টনীড় ২' কবে আসছে, 'নষ্টনীড় ২'-এ কী হচ্ছে, অপু কী করবে, প্রচুর প্রশ্ন! বিশ্বাস করো এই প্রশ্নগুলো আমারও মনের মধ্যে এতদিন ছিল। কারণ আমিও জানতাম না এগুলো এক্স্যাক্টলি কবে হবে এবং কী হবে। কিন্তু ফাইনালি আমি সবটা জানি কারণ আমার হাতে রয়েছে 'নষ্টনীড় ২'-এর স্ক্রিপ্ট। এবং বুঝতেই পারছ আমি অপু অর্থাৎ অপর্ণা হয়ে রয়েছি, কারণ আমি শ্যুটিংয়ে রয়েছি।' এরপরই তিনি হাতের স্ক্রিপ্ট দেখিয়ে জানান যে এই ভিডিওটা করে তিনি দর্শকদের বলতে চান যে 'নষ্টনীড় ২'-এ কী হতে চলেছে! কিন্তু সেখানেই হঠাৎ ছন্দপতন। 


অবাক হয়ে সন্দীপ্তা বোঝানোর চেষ্টা করেন যে তিনি 'নষ্টনীড় ২'-এর গল্প সকলকে বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না। হঠাৎই তাঁর গলা দিয়ে আওয়াজ বেরনো বন্ধ হয়ে যায়। যখনই তিনি ওয়েব সিরিজের গল্প শোনাতে যাচ্ছেন, গলায় আওয়াজ নেই, আবার অন্য কথা বলতে গেলে শোনা যাচ্ছে আওয়াজ। কীভাবে?


আরও পড়ুন: Rakhi Sawant Health Update: কাঁদছেন যন্ত্রণায়! তবু হাঁটার চেষ্টায় খামতি নেই, অস্ত্রোপচারের পর প্রথম ভিডিও রাখীর


তবে অবশ্যই ভয় পাওয়ার কিছু নেই। বলাই বাহুল্য এটা গোটাটাই প্রচারের জন্য তৈরি ভিডিও। মোদ্দা কথা, অনুরাগীদের জন্য সুখবর। অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে 'নষ্টনীড় ২'-এর শ্যুটিং পর্ব। এবার দেখার পালা কীভাবে এগোয় অপর্ণার জীবনের গল্প! 'নষ্টনীড়' দেখা যাচ্ছে হইচই-তে। দ্বিতীয় সিজনও সেখানেই স্ট্রিমিং হবে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।