কলকাতা : যৌন হেনস্থার অভিযোগ দায়ের হয়েছিল রবিবারই। এবার অভিযুক্ত সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে পুলিশের তলব করা হল। বরানগর থানার পুলিশ সোমবার প্রবীণ নেতাকে তলব করেছে। সোমবার দুপুরে বরানগর থানায় আসেন প্রাক্তন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য।


রবিবারই এক মহিলা সাংবাদিক একটি ভিডিও প্রকাশ্যে আনেন। তিনি অভিযোগ আনেন, একটি সাক্ষাৎকার নিতে গিয়ে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হন তিনি। সিপিএম নেতা তাঁর কোলে বসে পড়েন। অভিযোগকারিণী মহিলা সাংবাদিকের দাবি, রবিবার তিনি তন্ময় ভট্টাচার্যর বাড়িতে সাক্ষাৎকার নিতে যান। তখনই তাঁর শ্লীলতাহানি করেন ওই সিপিএম নেতা। যা নিয়ে পরে ফেসবুক লাইভে সরব হন মহিলা সাংবাদিক। 


এই ঘটনার প্রেক্ষিতে শ্লীলতাহানির ২টি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। তারপর সোমবারই তাঁকে  জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। ইতিমধ্যেই দল সাসপেন্ড করেছে তাঁকে। দলের তরফে ঘটনার নিন্দা করে বিবৃতিও প্রকাশ করা হয়েছে।   


সিপিএম নেতার বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ ওঠা মাত্রই সরব হয় তৃণমূল।  খবর প্রকাশ্যে আসতেই দলের সদস্য পদ থেকে তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করা হয়। পরে, প্রাক্তন সিপিএম বিধায়কের বিরুদ্ধে বরানগর থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগকারিণী। সেই অভিযোগের ভিত্তিতে, শ্লীলতাহানির অভিযোগে ২টি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ। রবিবার রাতেই তন্ময় ভট্টাচার্যর বাড়িতে গিয়ে হাজিরার জন্য নোটিস দেওয়া হয়। এই অবস্থায়, দুপুরে বরানগর থানায় আসেন তন্ময় ভট্টাচার্য। 


এ বিষয়ে আবার সিপিএম-তৃণমূলকে একযোগে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি টেনে এনেছেন ঋতব্রত-প্রসঙ্গ। শুভেন্দুর দাবি সজল ঘোষের জনপ্রিয়তাতে ভয় পেয়েই তন্ময়কে চাপে ফেলার কৌশল নিয়েছে তৃণমূল। তিনি বলেন, 'বরানগরে সজল যে ফাইটটা দিয়েছে, এই ফাইটটা তৃণমূলের কাছে খুব অ্যালার্মিং। মাত্র ৮ হাজারের ডিফারেন্স এবং তন্ময় ভট্টাচার্য ভোট কেটেই জিতিয়েছে তৃণমূলকে। তাই তৃণমূল প্রথমে বাজার গরম করবে। তারপর আইট অফ সাইট, আউট অফ মাইন্ড হবে। ওয়ান ফাইন মর্নিং দেখা যাবে, তৃণমূলের অনেক উন্নত মানের ওয়াশিংমেশিন, যেটা ভাইপো আমেরিকা বা দুবাই থেকে নিয়ে রেখেছেন হয়তো। তাতে তন্ময় ভট্টাচার্য পরিষ্কার হবে এবং তৃণমূলের ঝান্ডা ধরবে।'  


এখন দেখার ঘটনার জল কোনদিকে গড়ায়।                   


আরও পড়ুন :


আসফাকুল্লাই সন্দীপ ঘনিষ্ঠ ! এবার অভিযোগ তুলল সদ্য গঠিত জুনিয়র ডাক্তারদের অ্যাসোসিয়েশন