লখনউ: কথায় আছে সব খারাপ কাজ যে অভাবে হয় তা নয়, স্বভাবেও হয়। সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় তা দেখে অবশ্য অনেকেই বলেছেন এ কাজ স্বভাবেই, অভাবে হতে পারে না। কারণও আছে অবশ্য। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলা বিএমডব্লু চালিয়ে এসে দোকানের বাইরে থেকে টবসুদ্ধ ফুল চুরি করে নিয়ে যাচ্ছেন।
এই গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। মধ্যরাতে এই ঘটনাটি ঘটেছে। সেখানে দেখা যাচ্ছে ওই মহিলা তাঁর বিলাসবহুল গাড়ি থেকে নেমে ওই দোকানের সামনে যান। এরপর একের পর পর ফুল চুরি করে গাড়ি ভর্তি থাকেন তিনি। এরপর সব কাজ করে হুঁশ করে গাড়ি নিয়ে বেরিয়ে যান তিনি।
এক্স মিডিয়া হ্যান্ডেলে এক সাংবাদিক এই ভিডিওটি শেয়ার করেছেন। তিনি লেখেন, উত্তরপ্রদেশের নয়ডায় এক মহিলা রাত ১২টায় বিএমডাব্লু করে এসে ফুল চুরি করছেন। এমনটাও হয়! এই লিখে রীতিমত বিস্ময় প্রকাশ করেছেন তিনি।
সোশাল মিডিয়ায় সিসিটিভি ফুটেজটি ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই ভিডিওটি ১৮ হাজার ভিউজ ছাড়িয়ে গিয়েছে। অনেকেই ওই মহিলার কাণ্ড দেখে তাজ্জব বনেছেন। অনেকে দুষেছেন ওই মহিলাকে। কেউ কেউ কটাক্ষ করে লিখেছেন, 'উনি এত বিলাসবহুল গাড়ি কিনতে পারেন অথচ ফুল কিনতে পারেন না, সেটাও চুরি করতে হয়!' অনেকে বলেছেন, 'কোনও ক্লাস নেই'। আরেক নেটিজেন লিখেছেন, 'উনি খুবই হাই-টেক চোর। নয়তো বিএমডব্লু করে এসে চুরি করতেন না। আসলে স্বভাব যায় না। ওঁর মধ্যেই হয়তো চৌর্য্যবৃত্তিটা আছে, এরপরেও থাকবে।'
আরও পড়ুন, বাইকের সাইলেন্সরে ভয়ঙ্কর আওয়াজ কেন? ধমক দিতেই বাবাকে ডেকে এনে পুলিশকে মার যুবকের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y