নয়াদিল্লি: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রয়াত পরিচালক-প্রযোজক (Director-Producer) যশ চোপড়ার (Yash Chopra) স্ত্রী পামেলা চোপড়া (Pamela Chopra Passes Away)। বয়স হয়েছিল ৭৪। বিনোদন পত্রিকা 'ফিল্মফেয়ার' সূত্রে খবর এমনটাই। পেশায় গায়িকা, চিত্রনাট্য রচয়িতা ও প্রযোজক ছিলেন। ১৯৭০ সালে যশ চোপড়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। 


প্রয়াত যশ-পত্নী পামেলা চোপড়া


বলিউডের জনপ্রিয় পরিচালক ও প্রযোজক, 'যশ রাজ ফিল্মস'-এর প্রতিষ্ঠাতা যশ চোপড়ার স্ত্রী, প্রয়াত হলেন ২০ এপ্রিল সকালে। সূত্রের খবর, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি ছিলেন পামেলা চোপড়া। অবস্থার অবনতি এমনই হয় যে তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তর করতে হয়। শত চেষ্টা সত্ত্বেও বার্ধক্যের সঙ্গে লড়াই শেষে ২০ এপ্রিল মৃত্যু হয় তাঁর।


এক জাতীয় স্তরের বিনোদন পত্রিকা সূত্রে খবর, পামেলা চোপড়া প্রায় ১৫ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন নিউমোনিয়া নিয়ে। ডাক্তার প্রহ্লাদ প্রভুদেসাই বলেন, 'আজ তিনি মারা গেছেন। ১৫ দিন ধরে তিনি লীলাবতি হাসপাতালের ভেন্টিলেশনে ছিলেন। ওঁর নিউমোনিয়া হয়েছিল।'


এদিন পামেলা চোপড়ার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই 'যশ রাজ ফিল্মস'-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে পোস্ট করে নিশ্চিত করা হয়। পোস্টে লেখা হয়, 'ভারী হৃদয় নিয়ে, চোপড়া পরিবার আপনাদের জানাচ্ছে যে পামেলা চোপড়া, ৭৪, আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুম্বইয়ে সকাল ১১টায় তাঁর মৃত্যু হয়। আপনাদের প্রার্থনার জন্য আমরা কৃতজ্ঞ এবং এই কঠিন ও দুঃখের সময় পরিবার আপনাদের কাছ থেকে খানিক গোপনীয়তা প্রার্থনা করছে।'


 






পামেলা চোপড়ার কণ্ঠ ছিল অত্যন্ত সুমধুর এবং যশ চোপড়ার অজস্র ছবির গানে গলা দিয়েছেন তিনি। ১৯৯৭ সালে স্বামী যশ চোপড়ার সঙ্গে 'দিল তো পাগল হ্যায়' ছবির গল্প লিখেওছিলেন। সঙ্গী ছিলেন তাঁদের বড় ছেলে আদিত্য চোপড়া ও পেশাগত লেখিকা তনুজা চন্দ্র। 'সিলসিলা' ও 'সওয়াল' ছবিতে তিনি কস্টিউম  ডিজাইনার হিসেবেও কাজ' করেছেন। 'কভি কভি'র চিত্রনাট্যও লিখেছেন তিনি। তাঁকে শেষ দেখা গিয়েছিল 'যশ রাজ ফিল্মস'-এর ওপর তৈরি তথ্যচিত্র 'দ্য রোম্যান্টিকস'-এ। যশ চোপড়ার জীবন ও কেরিয়ারের অনেক অজানা তথ্য শোনা যায় সেখানে তাঁর মুখ থেকে।


১৯৭০ সালে বিয়ে যশ ও পামেলার বিয়ে হয়। তাঁদের দুই সন্তান, আদিত্য চোপড়া ও উদয় চোপড়া। আদিত্য একজন সফল চিত্র পরিচালক ও প্রযোজক। অন্যদিকে উদয় চোপড়া অভিনেতা ও চিত্র পরিচালকও বটে।