সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: পুরুলিয়া পুলিশ লাইনে (Purulia Police Line) গুলিবিদ্ধ হয়ে কর্মরত এনভিএফ কর্মীর (NVF Personnel Death) মৃত্যুতে হইচই। মৃতের নাম সুশীল কিস্কু।  প্রাথমিক তদন্তে অনুমান, নিজের সার্ভিস রাইফেলের গুলিতেই প্রাণ গিয়েছে তাঁর।ঘটনার তদন্ত শুরু হয়েছে। 


কী ঘটেছে?
আপাতত যা জানা গিয়েছে, তাতে উঠে আসে সুশীল পুরুলিয়া পুলিশ লাইনে সেন্ট্রির ডিউটি করছিলেন। সূত্রের খবর, সকাল সাড়ে ১০টা নাগাদ নিজের বন্দুক থেকে  গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন। কিন্তু কী কারণে এই পথ তিনি বেছে নিলেন? খতিয়ে দেখছে পুলিশ।


আগেও এক ঘটনা...
গত জানুয়ারি মাসে নিউটাউনে টেকনো সিটি থানার পুলিশ ব্যারাকে অ্য়াসিস্ট্য়ান্ট সাব ইন্সপেক্টর অভিজিৎ ঘোষের সার্ভিস রিভলভার থেকে গুলি চলে। সাব ইন্সপেক্টর কৌশিক ঘোষের পায়ে গুলি লাগে। সল্টলেকে বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। অভিযুক্ত ASI-কে সাসপেন্ড করা হয়েছে। দুর্ঘটনাবশত গুলি চলেছিল নাকি বিবাদের জেরে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছিল? খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। হাসপাতালের তরফে জানানো হয়েছিল, কৌশিক ঘোষের বাঁ পায়ের আঘাত গুরুতর হলেও অবস্থা স্থিতিশীল। ঘটনার দিন টেকনো সিটি থানার অফিসার্স ব্যারাকের ঘটনাস্থল ঘুরে দেখেন ডিসি নিউটাউন। পুলিশ সূত্রের খবর, অভিজিৎ ঘোষ আগে ছিলেন রাজ্য পুলিশের এসটিএফে। এসটিএফের একাধিক অপারেশনের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। বিধাননগর কমিশনারেটের তরফে জানানো হয়েছিল, এএসআই অভিজিৎ ঘোষ ইচ্ছাকৃতভাবে গুলি চালিয়েছিলেন নাকি গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার কয়েক মাস আগে, ২০২২ সালের জুনে, পার্ক সার্কাসের রাস্তায় সার্ভিস রাইফেল থেকে এলোপাথাড়ি গুলি চালান কলকাতা পুলিশের কনস্টেবল চোডুপ লেপচা। পরে সার্ভিস রাইফেলের গুলিতে আত্মঘাতী হন ওই কনস্টেবল। ভরদুপুরে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল খাস কলকাতার বুকে। গুলিতে মৃত্যু হয় এক তরুণীরও। প্রত্যক্ষদর্শীদের দাবি, ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালান এক পুলিশ কর্মী। গুলিবিদ্ধ হয়ে নিহত হন এক বাইক আরোহী মহিলা। পরে ওই পুলিশ কর্মীও নিজেকে গুলি করে আত্মঘাতী হন। তাঁর দেহের পাশেই পড়ে ছিল রাইফেল। বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের ৫০ মিটার দূরেই এই ঘটনা ঘটে।  সূত্রের দাবি, ডেপুটি হাইকমিশনের আউটপোস্টে ডিউটি ছিল ওই পুলিশ কর্মীর। আচমকাই গুলি চালান তিনি।   সেই আতঙ্ক ভুলতে না ভুলতেই নিউটাউনের টেকনো সিটি থানার অফিসার্স ব্যারাকে গুলি চলে। এবার পুরুলিয়া পুলিশ লাইনের ঘটনা। তবে কী কারণে এমন হল, খতিয়ে দেখতে চায় পুলিশ।


আরও পড়ুন:১৫ দিনের ডেডলাইন, বলপ্রয়োগের হুঁশিয়ারি! অমর্ত্য সেনকে ফের নোটিস বিশ্বভারতীর