প্রকাশ সিনহা, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) ঘনিষ্ঠ তাপস মণ্ডল (Tapas Mondal) কি বৃহস্পতিবার ED দফতরে হাজিরা দেবেন? জোরাল হচ্ছে সেই প্রশ্ন। সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ১৫ দিন সময় চেয়েছেন তাপস। যদিও, তাঁকে সময় দিতে রাজি নয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, খবর সূত্রের।


বৃহস্পতিবার ED দফতরে হাজিরা দেবেন তাপস মণ্ডল? নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ED হেফাজতে রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। ED’র স্ক্যানারে রয়েছেন মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ ব্যবসায়ী তাপস মণ্ডলও। কেন্দ্রীয় এজেন্সি সক্রিয় হয়ে ওঠার পরই তাঁর বিরুদ্ধে উঠে এসেছে চাঞ্চল্যকর নানা তথ্য। ED সূত্রে দাবি, বাম আমলে চিটফান্ডের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তাপস মণ্ডল। এখন তৃণমূল আমলে একাধিক বেসরকারি কলেজের মালিক তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানতে পেরেছে, ৪টি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ৬টি বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ চালাতেন মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল। তিনি বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশনের সম্পাদকও।


কী দাবি ED-র? ED সূত্রে আরও দাবি করা হয়েছে, তাপস মণ্ডলের স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়েছে মানিক ভট্টাচার্যের আত্মীয়দের অ্যাকাউন্টে। এই প্রেক্ষিতে মানিক ভটাচার্য ও তাপস মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় ইডি। শনিবার মহিষবাথানে তাপসের অফিস ও বারাসাতের বাড়িতে দিনভর তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেদিন হদিশ না পেয়ে ২০ অক্টোবর তাঁকে তলব করা হয়। সূত্রের খবর, ইডিকে চিঠি পাঠিয়ে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ১৫ দিন সময় চেয়েছেন তাপস। যদিও ইডি সূত্রে খবর, তারা ২০ অক্টোবর তাঁর হাজিরার সময় পর্যন্ত অপেক্ষা করবে। তার মধ্যে তাপস মণ্ডল না এলে আবারও নোটিস দেওয়া হতে পারে তাঁকে।


আমরণ অনশন আন্দোলনে চাকরিপ্রার্থীরা: এদিকে করুণাময়ীতে আমরণ অনশন আন্দোলনে ২০১৪’র প্রাথমিকের TET উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা। গতকাল থেকে চলছে অনশন। সোমবারের পর মঙ্গলবার, পরপর দু’রাত তাঁরা খোলা আকাশের নীচে রাস্তায় কাটালেন। গতকালের মতো আজও অনশনরত চাকরিপ্রার্থীদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েন। সল্টলেকের করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে আমরণ অনশনে বসেছেন কয়েকশো চাকরিপ্রার্থী। তাঁরা জানিয়েছেন, নিয়োগ না পাওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।


আরও পড়ুন: Student Protest: ছাত্র সংসদের ভোট কবে? কলকাতা মেডিক্যাল কলেজে দফায় দফায় বিক্ষোভ পড়ুয়াদের