সন্দীপ সরকার, কলকাতা: ছাত্র সংসদের (Student Council Election) ভোট কবে হবে? প্রশ্ন তুলে কলকাতা মেডিক্যাল কলেজে (Medical College Kolkata) দফায় দফায় বিক্ষোভ পড়ুয়াদের একাংশের। রাতভর ঘেরাও করে রাখা হল হাসপাতালে সুপার, অধ্যাপকদের। জট কাটাতে বৈঠক ডেকেও মিলল না সমাধানসূত্র। ঘেরাও চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি বিক্ষোভকারীদের।


কলকাতা মেডিক্যাল কলেজে বিক্ষোভ পড়ুয়াদের একাংশের: ছাত্র সংসদের ভোট করানোর দাবিতে ধুন্ধুমার। রাতভর ঘেরাও মেডিক্যাল কলেজ (Medical College Kolkata) হাসপাতালের সুপার। ভোট-জট না কাটলে ঘেরাও চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (Democratic Students Association) সদস্যরা। ভোট করানোর দাবিতে আবারও উত্তেজনা ছড়াল কলকাতা মেডিক্যাল কলেজে। ২০১৬ সালে মেডিক্যাল কলেজে ছাত্র সংসদের ভোটে জয়ী হয় তৃণমূল ছাত্র পরিষদ (Trinamool Chhatra Parishad)। তারপর থেকে আর ভোট হয়নি। অভিযোগ, একাধিকবার ভোট করানো দাবি জানালেও মিলেছে শুধুই আশ্বাস। মঙ্গলবার, ফের ছাত্র সংসদের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার দাবিতে সরব হন মেডিক্যাল কলেজ ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা। মঙ্গলবার বেলা ১২টা থেকে শুরু করে রাতভর হাসপাতাল সুপার, ডেপুটি সুপার-সহ ৫ চিকিৎসক অধ্যাপককে ঘেরাও করে চলে বিক্ষোভ।


সমস্যা মেটাতে কলেজ কাউন্সিলের জরুরি বৈঠক ডাকায়, প্রায় ২৫ ঘণ্টা পর বুধবার দুপুরে ঘেরাওমুক্ত হন আধিকারিকরা। কিন্তু সেই বৈঠকেও সমাধান সূত্র না মেলায় ফের বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়াদের একাংশ।ঘেরাও করা হয় সুপার, ডেপুটি-সুপার সহ কলেজ কাউন্সিলের সদস্যদেরও। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গোটা বিষয়টি স্বাস্থ্যভবনে জানানো হয়েছে। তারাই বিবেচনা করে পদক্ষেপ নেবে। ছাত্র সংসদের ভোট কবে হবে? লিখিতভাবে না জানালে ঘেরাও-বিক্ষোভ চলবে, হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। 


এদিকে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনের ফল ঘোষণা। ২টি ক্যাটিগরির মধ্যে, একটিতে তৃণমূল প্রার্থীদের জয়জয়কার। মেডিক্যাল কাউন্সিল সূত্রে খবর, ‍ভোট হওয়া ২টি ক্যাটিগরিরই গণনা শুরু হয় বুধবার। একটি G ক্যাটিগরির। যেটির প্রার্থী শিক্ষক-চিকিত্‍সকরা। এপরটি H ক্যাটিগরির। যেটির প্রার্থী শুধুমাত্র চিকিত্‍সরা। বুধবার সকাল, ১০টা থেকে সল্টলেকে, মেডিক্যাল কাউন্সিলের দফতরে শুরু হয় গণনার কাজ। মেডিক্যাল কাউন্সিল সূত্রে খবর, G ক্যাটিগরির ৭টি আসনেই জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা।


আরও পড়ুন: WB Panchayet Poll: ফেব্রুয়ারি বা এপ্রিলে রাজ্যে পঞ্চায়েত ভোটের সম্ভাবনা, পুলিশ দিয়েই নির্বাচনের ভাবনা কমিশনের