অনির্বাণ বিশ্বাস, কলকাতা :  তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে কলকাতা উত্তরের প্রার্থী হয়েছেন তাপস রায়। তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বর্ষীয়ান কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যর বিরুদ্ধে লড়বেন বরানগরের দুঁদে নেতা। বিজেপির প্রার্থী হয়েই গেরুয়া পাঞ্জাবিতে সেজে রঙের খেলায় মাতলেন তাপস রায়। সকাল থেকেই চলল জনসংযোগ। গেরুয়া আবিরে ছাইল তাপসের অন্দরমহল থেকে বাহিরমহল। প্রথমবার লোকসভা নির্বাচনের লড়াইয়ে পা দিয়েই, রংবাজি বন্ধের বার্তা দিলেন তাপস রায়। সেই সঙ্গে, দুষ্টের দমন আর শিষ্টের পালনের কথা বলে, তৃণমূলকেও নিশানা করলেন বিজেপি প্রার্থী।



অধুনা বিজেপি নেতা তাপস রায় জানালেন, 'রঙের রাজনীতি চলুক, রঙবাজি নয়। কেউ যদি সবুজ রং মাখান জানব তিনি আমাকে গ্রহণ করেছেন বলেই নিজের প্রিয় রঙে রাঙিয়ে দিয়েছেন' । তাপসের তীর্যক বার্তা,  উত্তর কলকাতায় দুষ্টের দমন, শিষ্টের পালন করবেন ভোটাররা। তিনি ছিলেন বরানগরের বিধায়ক। বিধায়ক পদ ছেড়েই তিনি বিজেপিতে যোগ দেন। তাই তাপসের বার্তা ,'বিধানসভায় দল যাঁকেই প্রার্থী করুক, তাঁর হয়ে প্রচার করব'। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়। এদিন বউবাজারের বাড়ির নিচে প্রথমে প্রধানমন্ত্রীর ছবিতে আবির মাখান তাপস। 

দিন কয়েক আগেই রাজনীতিতে রং বদলেছেন তাপস রায়।  দল ছাড়ার আগে অবধিও কুণাল ঘোষ ছুটেছিলেন তাপস রায়কে বোঝাতে। বলেছিলেন , বড় দাদার  সঙ্গে কথা বলতে এসেছেন। সেই তাপসের কথা শুনে কুণাল ঘোষের সাবধানী প্রতিক্রিয়া, 'উত্তর কলকাতা কেন্দ্রে জয় নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হলে চলবে না। প্রাক্তন বিধায়ক হিসেবে প্রতিটি ওয়ার্ড চেনেন বিজেপি প্রার্থী। তাঁর বিরুদ্ধে জয় নিশ্চিত হলেও মোকাবিলা করতে হবে' 


এককালে কংগ্রেসি রাজনীতিতে সোমেন মিত্রর ঘনিষ্ঠ বলে পরিচিত, পরে তৃণমূলে যোগদান। সেই তাপস রায় সপ্তাহ তিনেক আগে জোড়াফুলের সঙ্গে দু দশকের সম্পর্ক চুকিয়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছিলেন। প্রত্যাশা মতোই তাঁকে কলকাতা উত্তরের প্রার্থী করল বিজেপি। আর যাঁর বিরুদ্ধে তাপস রায়কে প্রার্থী করেছে গেরুয়া শিবির, তিনি দীর্ঘদিনের সাংসদ ও তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এমনকী, তৃণমূলের অন্দরে যাঁদের সম্পর্ক ছিল আদা কাঁচকলায়। এবার দুই নেতার লড়াইতে কে এগিয়ে থাকেন, সেটাই দেখার।  


আরও পড়ুন :             


ভস্ম আরতি চলাকালীন উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে বিধ্বংসী আগুন ! অগ্নিদগ্ধ ১৩