শান্তনু নষ্কর, দক্ষিণ ২৪ পরগনা: মোবাইল বাঁচাতে গিয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন এক মহিলা। চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং লাইনের মাতলা হল্ট স্টেশনের ঘটনা। 


শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনের ওই ট্রেনে ছিলেন ক্যানিং মহকুমা হাসপাতালের নার্স মেঘা মন্ডল। তাঁর হাতে ছিল ফোন। হাতের মোবাইল একটানে কেড়ে নিয়েছিল ছিনতাইকারী। মুহূর্তে পাল্টা পদক্ষেপ করেন নার্স। ছিনতাইকারীকে বাধা দিতেই মেঘার গলা টিপে ধরেন ছিনতাইকারী। পাল্টা ছিনতাইকারীকে আটকানোর চেষ্টা করেন তিনি। মোবাইল পাওয়ার আশায় চেষ্টায় কার্পণ্য করেননি। ধস্তাধস্তির মাঝেই হাত ছেড়ে যায় মেঘার। ছিনতাইকারী ট্রেন থেকে লাফ মেরে পালাতেই তিনিও লাফ দেন, তাতেই চলন্ত ট্রেন থেকে পড়ে যান তিনি। গুরুতর জখম হন। শেষ পর্যন্ত সহযাত্রীদের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।


কীভাবে ঘটল এই ঘটনা:
রেল পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যানিং হাসপাতাল থেকে ডিউটি সেরে আপ ক্যানিং শিয়ালদহ লোকালে চেপে সোনারপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন মেঘা। ট্রেন মাতলা হল্ট স্টেশনে ঢুকতেই তাঁর ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে ছিনতাইকারী। সঙ্গে সঙ্গে ছিনতাইাকারীর হাত ধরে ফেলেন নার্স মেঘা মন্ডল। বেগতিক বুঝে আরেকটি হাত দিয়ে মেঘার গলা চেপে ধরে অভিযুক্ত ছিনতাইকারী। পুরো ঘটনা সহযাত্রীরা দেখলেও কেউ তখন মেঘাকে সাহায্য করতে এগিয়ে আসেননি বলে অভিযোগ। একসময় যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষে ওই দুষ্কৃতীর হাত ছেড়ে দেন তিনি। হাত ছাড়তেই চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালায় অভিযুক্ত। কিন্তু হাল ছাড়েননি তিনি। মোবাইল উদ্ধার করতে তিনি ও চোরের পিছনে চলন্ত ট্রেন থেকে লাফ দেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।


ট্রেন থেকে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ এর আগেও ঘটেছে। নানাভাবে নানাসময় যাত্রীদের উপর হামলা হয়েছে। যার ফলে বারবার প্রশ্নের মুখে পড়েছে রেলের যাত্রী নিরাপত্তা। শিয়ালদা দক্ষিণ শাখায় প্রতিদিন বহু যাত্রী যাতায়াত করেন। সেই লাইনে এমন ঘটনায় আতঙ্কছড়িয়েছে নিত্যযাত্রীদের মধ্যে।


আরও পড়ুন: 'অযোগ্যদের থেকে কোটি কোটি টাকা তুলেছেন', জীবনকৃষ্ণকে আরও ৫ দিনের হেফাজতে চাইল CBI