বীরভূম : তারিখটা ছিল ২২ জানুয়ারি। রামলালা ( Ram Lala ) প্রাণপ্রতিষ্ঠাকে কেন্দ্র করে সেদিন অকাল দীপাবলি ( Diwali ) হয়েছিল ভারতে। রাম জন্মভূমি অযোধ্যায় ( Ayodhya ) রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( PM Narendra Modi )। তারপর থেকে ধর্মপ্রাণ মানুষের অন্যতম ডেস্টিনেশন অযোধ্যা। দেশ-বিদেশ আসছেন ভক্তরা, উপচে পড়ছে আবেগ। এরই মাঝে রাম মন্দিরকে 'অপবিত্র' বলে দাবি করেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিনহা রায়।
মঙ্গলবার শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই দেখা গিয়েছে, তারকেশ্বরের বিধায়ক বলছেন, ‘ওই যে রামমন্দির তৈরি হয়েছে, আমি মনে করি যে অপবিত্র ওই রামমন্দিরে ভারতবর্ষের কোনও হিন্দু যেন পুজো দিতে না যায়। ওটা শুধু একটা শোপিস তৈরি হয়েছে।’
বিধায়কের এই কথায় তেড়েফুঁড়ে উঠেছে বিজেপি। রামেন্দুকে কড়া ভাষায় হুঁশিয়ারি তো দেওয়াই হয়েছে, শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন যে বিজেপি এর বিরুদ্ধে এফআইআর করবে।
আরও পড়ুন: 'ভোটার তালিকা থেকে কেন মৃত ব্যক্তিদের বাদ হয়নি?' কমিশনের প্রশ্নের মুখে জেলাশাসকরা
শুভেন্দু তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, ' এটাই তৃণমূল কংগ্রেস নেতাদের আসল প্রকৃতি। হিন্দুদের আক্রমণ করতে করতে তাদের দুঃসাহস এতটাই বেড়ে গেছে যে এখন তারা ভগবান শ্রী রামের পুণ্যময় মন্দির যা হিন্দুদের পবিত্র পীঠস্থান, সেই মন্দির কে 'অপবিত্র' আখ্যা দেওয়ার ধৃষ্টতা দেখাচ্ছে। তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক - রামেন্দু সিনহা রায়, যিনি আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতিও, তিনি বলছেন কি না রাম মন্দির অপবিত্র। তিনি আরও বলেছেন যে কোনও ভারতীয় হিন্দুরই এমন অপবিত্র স্থানে পূজা দিতে যাওয়া উচিত নয়। আমি শুধুমাত্র ওনার এই অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা করেই বিরত থাকছি না, বরং এমন ঘৃণ্য বিবৃতি দিয়ে সারা বিশ্বের হিন্দুদের অনুভূতিতে আঘাত হানার জন্য এই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করার প্রস্তুতি নিচ্ছি। '