কলকাতা: মহালয়ার (Mahalaya) তর্পণেও লাগল রাজনীতির (Politics) রং। নিহত বিজেপি কর্মীদের আত্মার শান্তি কামনায় তর্পন করলেন বিজেপির মন্ত্রী, সাংসদ, বিধায়ক, মুখপাত্ররা। পিছিয়ে থাকলেন না রাজ্যের শাসক দলের মন্ত্রী-বিধায়করাও। গঙ্গায় নামলেন শাসক-দলও।  কাঁথিতে সেবাদান কর্মসূচিতে অংশ নিয়ে শুভেন্দু অধিকারীর দাবি করেন, 'শহিদ পরিবারগুলি রয়েছে তাঁর সঙ্গে। তবে সেই দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল।


শাসক-বিরোধী টক্কর: পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। কিন্তু তর্পনের সকালেও তপ্ত বঙ্গরাজনীতি (Bengal Politics)। মহালয়াতেও চলল শাসক-বিরোধী টক্কর!


রাজনৈতিক হিংসার বলি দলীয় কর্মী-সমর্থকদের সমৃতির উদ্দেশে বাঁকুড়া শহর সংলগ্ন গন্ধেশ্বরী নদীতে তর্পণ করলেন বিজেপি (BJP) সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার (Subhas Sarkar)। অন্যদিকে, মেদিনীপুর (Midnapore) শহরে কংসাবতী নদীর গান্ধীঘাটে তর্পণ করেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। একই কারণে চুঁচুড়ার (Chinchura) জোড়াঘাটে তর্পণ করেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আহিরীটোলা ঘাটে তর্পণ করেন রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। 


বিজেপিকে কটাক্ষ: শহিদদের স্মৃতিতে তর্পণ নিয়ে আলিমুদ্দিনে একটি বই প্রকাশ অনুষ্ঠানে শহিদ তর্পণ নিয়ে বিজেপিকে কটাক্ষ করেন মহম্মদ সেলিম। অন্যদিকে, মহালয়া উপলক্ষ্যে কাঁথিতে শোভাযাত্রায় অংশ নেন বিরোধী দলনেতা।  নিজের বিধানসভা কেন্দ্রে সেবাদান কর্মসূচিও পালন করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নন্দীগ্রামের (Nandigram) শহিদ পরিবার ও বাসিন্দাদের একাংশের হাতে তুলে দেন উপহার। তাঁর দাবি, শহিদ পরিবারগুলি আছে তাঁর সঙ্গে। মহালয়ায় তর্পণ করেন রাজ্যের শাসক দলের নেতারাও।


হুগলির (Hooghly) শেওড়াফুলির নিস্তারিণী কালীবাড়ি গঙ্গার ঘাটে তর্পণ করেন মন্ত্রী ও সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না। মহালয়ার (Mahalaya 2023) সকালে হিন্দুস্থান পার্কে কলস যাত্রায় অংশ নেন মেয়র পারিষদ তারক সিং ও তাঁর ছেলে ১১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত সিং। 


উল্লেখ্য, মহালয়ার সকালে গঙ্গায় তর্পণ করতে এসে দুর্ঘটনাj খবরও প্রকাশ্যে এসেছে। হুগলি, উত্তর ২৪ পরগনা ও পশ্চিম বর্ধমানে তলিয়ে গেলেন ৬ জন। একজনের মৃত্যু হয়েছে। 
পশ্চিম বর্ধমানের কাঁকসার শিবপুরে অজয়ের ঘাটে তর্পণ করতে নেমেছিলেন ৬৫ বছরের শ্রীধর চট্টোপাধ্যায়। জলের গভীরতা বুঝতে না পেরে তিনি তলিয়ে যান। একঘণ্টা পর উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে প্রৌঢ়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।


আরও পড়ুন: Suvendu On Abhishek: পুজোয় মানুষের পাশে দাঁড়াবেন 'অভিষেকের দূত'রা, শুভেন্দু বললেন..