কলকাতা: এসএসসির (SSC) চেয়ারম্যানের ইউটার্ন! 'যোগ্য-অযোগ্য বিভাজন কী করে করব?' আগে বলেছিলেন এসএসসির চেয়ারম্যান (Recruitment Scam Verdict)। আজ বললেন একেবারে উল্টো কথা। 'চাকরিহারাদের মধ্যে থেকে যোগ্য-অযোগ্য চিহ্নিত করা সম্ভব', জানালেন সিদ্ধার্থ মজুমদার।


'অযোগ্যদের তালিকা দিয়েছিলাম, হাইকোর্টের বিশেষ বেঞ্চে। বিতর্কিতদের তালিকা সুপ্রিম কোর্টের কাছেও দেব। যাঁরা দোষী নন, অবশ্যই তাঁদের পাশে আছে এসএসসি' মন্তব্য সিদ্ধার্থ মজুমদারের।


আগে কী বলেছিলেন এসএসসি চেয়ারম্যান:
২৬০০০ চাকরি বাতিল হয়েছিল হাইকোর্টের নির্দেশে। সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এসএসসি। সেদিনই তিনি জানিয়েছিলেন, ৩টি হলফনামায় 'বিতর্কিত'- প্রার্থীদের তালিকা দিয়েছিল এসএসসি। কিন্তু কারা যোগ্য-তাঁদের আলাদা তালিকা করা সম্ভব নয় বলেছিলেন তিনি। বলেছিলেন, 'যোগ্যদের আমি সার্টিফাই কীভাবে করব। এভাবে সার্টিফাই করা সম্ভব না।' কিন্তু হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ধাক্কা লেগেছে এসএসসির। হাইকোর্টের রায় আপাতত বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। তারপরে ৩ মে একেবারে উল্টো কথা বললেন এসএসসি চেয়ারম্যান। আগে যোগ্য প্রার্থীদের আলাদা করা যাবে না বললেও এদিন তাঁর দাবি, যোগ্য-অযোগ্য আলাদা করা যাবে।


বিক্ষোভে চাকরিহারারা:
চাকরিহারাদের বিক্ষোভে তুলকালাম করুণাময়ী। যোগ্য শিক্ষকদের চাকরি ফেরানোর দাবিতে বিক্ষোভ দেখানো হয়। সুবিচার চেয়ে ফের পথে নেমেছিলেন চাকরিহারা শিক্ষকরা। আচার্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার হয়। রাস্তায় বসে হাতে ওএমআর শিটের প্রতিলিপি নিয়ে বিক্ষোভ চাকরিহারাদের। 'যোগ্য-অযোগ্য স্পষ্ট করুক এসএসসি, ২৪ ঘণ্টার মধ্যে তালিকা দিক', দাবি বিক্ষোভকারীদের।


এদিন যোগ্য প্রার্থীদের আশ্বাস দেন প্রধানমন্ত্রী:
বাংলায় লোকসভা নির্বাচনের প্রচারে এসে যোগ্য় চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের রায়ে প্যানেল বাতিল হয়েছে যার ফলে চাকরি গিয়েছে প্রায় ২৬০০০ জনের। তাঁদের মধ্য়ে যোগ্যদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। লিগাল সেল গড়ে আইনি সহায়তা দেবে বিজেপি, ঘোষণা মোদির। 'চাকরি হারানো যে শিক্ষকদের নথি ঠিক আছে, লিগাল সেল গড়ে তাঁদের আইনি সহায়তা দেবে বিজেপি। যাঁরা সৎ, যাঁদের ডিগ্রি ঠিক আছে, তাঁদের সহায়তা দেবে বিজেপি', বর্ধমানের জনসভা থেকে আশ্বাস প্রধানমন্ত্রীর।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: জেল থেকে তোপ পার্থর! পাল্টা 'ধন্যবাদ' কুণালের! কেন?