কলকাতা: নিয়োগ কেলেঙ্কারি (Recruitment Scam) নিয়ে চরম দ্বৈরথে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং তৃণমূলে সদ্য পদহারা কুণাল ঘোষ (Kunal Ghosh)। কুণালের খোঁচার পাল্টা তোপ দেগেছেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। আবার তার পাল্টা দিয়েছেন কুণালও।


সম্প্রতি কুণাল ঘোষকে দলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কুণাল ঘোষকে। তারপরেই ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে পার্থ চট্টোপাধ্যায়ের নাম করে বিস্ফোরক মন্তব্য করেছিলেন কুণাল ঘোষ। কুণালের অভিযোগ, শিক্ষামন্ত্রীর পদে থেকে নিয়োগ দুর্নীতিতে জড়িত ছিলেন পার্থ- শুধু তাই নয়, এই দুর্নীতির কথা ২০২১-এর আগে থেকেই দল জানত বলেই মন্তব্য করেছিলেন তিনি। কিন্তু তার জন্য প্রশাসনিক কোনও পদক্ষেপ হয়নি, তবে ওই দুর্নীতির কারণেই পরেরবার শিক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয় পার্থকে- এমনটাই দাবি করেছিলেন কুণাল ঘোষ।


তারপর শুক্রবার কুণালকে নিশানা করলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়। তাঁর তোপ, 'কুণালকে আরও অনেক আগেই দল থেকে তাড়ানো উচিত ছিল।' তৃণমূল জমানার একেবারে প্রথম দিকে চিটফান্ড দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন কুণাল ঘোষ, সেই ঘটনা স্মরণ করে দিয়ে পার্থ তোপ দাগেন , 'কুণাল এগুলো বলবার আগে হিসেব দিন। আগে চিটফান্ডের টাকার হিসাব দিন কুণাল। বিরোধীদের থেকে দলের বেশি ক্ষতি করেছেন কুণাল। আমি জেলে এসে জানলাম কী কী জঘন্য কাজ করেছে কুণাল।'


পার্থর এই তোপের পরেই পাল্টা উত্তর দিয়েছেন কুণাল ঘোষও। তিনি বলেন, 'পার্থ আমার সুখ্যাতি করলে, তা আমার পক্ষে লজ্জার। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা। চাকরি বিক্রির টাকা পাওয়া গিয়েছে পার্থর বান্ধবীর বাড়িতে। এই ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে ধন্যবাদ। আমাকে আক্রমণ করে বুঝিয়ে দিলেন আমি এই চক্রে ছিলাম না। আমি তৃণমূল পরিবারের সদস্য, কোন পদ থাকল না, তার গুরুত্ব নেই।' তিনি আরও বলেন, 'শিক্ষামন্ত্রীর পদে বসে চাকরি বিক্রি করার টাকা সেই পার্থ চট্টোপাধ্য়ায় যদি কুণাল ঘোষকে শত্রু বলেন, প্রতিপক্ষ বলেন, খারাপ বলেন। তাহলে, পার্টির মধ্য়ে কুণাল ঘোষ যে সঠিক পথে ছিল, সেটা প্রমাণিত হয়। পার্থ চট্টোপাধ্য়ায় তাঁর মতো চাকরি বেচার মাস্টারমাইন্ড, তিনি যদি আমাকে শত্রু বলেন, আমাকে তাঁর অপছন্দের বলেন, সেটা তো ভাল কথা।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: হিন্ডেনবার্গ বিতর্ক ! আদানির এই কোম্পানিকে শোকজ নোটিস সেবির