CBSE 10th 12th Result 2024 Date: সিবিএসই ক্লাস টেন ও টুয়েলভের রেজাল্ট কবে প্রকাশিত হবে, তার দিনক্ষণ জানিয়ে দিল সেন্টার বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন। ৩ মে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় বোর্ডটি। তাদের ওয়েবসাইটে এই সংক্রান্ত নোটিস দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে আগামী ২০ মে-র পর প্রকাশিত হবে ফলাফল। একই দিনে দুটি ক্লাসের ফল (CBSE Result 2024 ) প্রকাশ হতে পারে বলে খবর। ভোটের জন্যই এই তারিখ পিছোল বলে অনুমান অনেকের। ২০মে-র পর ফল প্রকাশ করা হবে এমনটা জানালেও ঠিক কবে প্রকাশিত হবে, তা এখনও জানায়নি সিবিএসই। 


ফল ঘোষণা হয় মে-র শুরুতেই


সাধারণত প্রতি বছর মে মাসের শুরুতেই ফল ঘোষণা করা হয়। কিন্তু এই মাসে ফল ঘোষণায় দেরি হবে বলে জানিয়ে দিয়েছে সিবিএসই। ২০ মে-র পর জানানো হবে দুই ক্লাসের ফল। ঠিক কবে ফল (CBSE Result 2024 date) ঘোষণা হবে, তা এখনও জানা যায়নি। 


ভোটের জন্য ফল ঘোষণায় দেরি


চলতি বছর সাত দফায় লোকসভা ভোট চলছে। এপ্রিল থেকে জুন পর্যন্ত চলবে ভোট। ভোটের আবহে ফল প্রকাশে দেরির আশঙ্কা অনেকেই করেছিলেন। কারণ ভোটের জেরে যান চলাচল প্রায়ই বিপর্যস্ত হয়। যা পড়ুয়াদের খাতা দেখার ক্ষেত্রে দেরি করিয়ে দেয়। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল।


দুই ক্লাসের একসঙ্গেই ফল ঘোষণা ?


সাধারণভাবে প্রতি বছর মে মাসের গোড়াতেই ফল ঘোষণা করে সিবিএসই। কোভিডের আগে পর্যন্ত দুটো ক্লাসের ফল আলাদা দিনে ঘোষণা করা হত। কোভিডের পর থেকে একই দিনে তা করা হয়। কয়েক ঘন্টার ব্যবধানে ঘোষণা করা হয় ক্লাস টেন (CBSE Result 2024 Class 10) ও ক্লাস টুয়েলভের (CBSE Result 2024 Class 12) ফল। মাঝে এই সময়ের ব্যবধান দেওয়া হয় যাতে  শিক্ষক-শিক্ষিকারা রেজাল্ট ঠিকভাবে বিতরণ করতে পারেন। তবে এই বছর কীভাবে ফল ঘোষণা করা হবে, তা এখনও জানা যায়নি। একসঙ্গে দুটি ক্লাসের ফল জানানো হবে না আলাদা আলাদা জানানো হবে, তা সময়ের অপেক্ষা।


ভুয়ো বিজ্ঞপ্তি নিয়ে সতর্কতা


সিবিএসই ফলাফল দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছেন সারা দেশের পড়ুয়ারা। তার ফায়দা তুলতেই কিছু অসৎ ব্যক্তি সম্প্রতি একটি ভুয়ো বিজ্ঞপ্তি নেটদুনিয়ায় পোস্ট করে। সম্প্রতি সিবিএসই একটি পোস্ট করেছে। সেখানে তারা জানিয়েছে, এই বিজ্ঞপ্তিটি ভুয়ো। ফল প্রকাশ নিয়ে বিস্তারিত জানতে শুধুমাত্র সিবিএসই সাইটেই নজর রাখতে হবে।


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন -  CBSE Results 2024: ভোটের জন্য পিছোবে সিবিএসই বোর্ডের রেজাল্ট ? মে মাসেই ফলপ্রকাশ ?


Education Loan Information:

Calculate Education Loan EMI