সৌভিক মজুমদার, কলকাতা :  এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন প্রতিমন্ত্রী পরেশ অধিকারী (Paresh Adhikari) । কিন্তু ডিভিশন বেঞ্চে বড় ধাক্কা খেলেন মন্ত্রী। পরেশ অধিকারীর মামলা শুনবে না বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। মামলা থেকে অব্যাহতি চাইল বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ।


ডিভিশন বেঞ্চে যান পরেশ অধিকারী
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্চ করে ডিভিশন বেঞ্চে যান পরেশ অধিকারী। সিবিআই-জিজ্ঞাসাবাদের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি টন্ডনের বেঞ্চের দ্বারস্থ হন তিনি। শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মামলা থেকে অব্যাহতি চান বিচারপতি টন্ডনের ডিভিশন বেঞ্চ। এরপর তাঁর মামলা অন্য কোনও ডিভিশন বেঞ্চের কাছে যায় কি না, সেটাই দেখার। 


সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
এসএসসি-তে শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ের নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। তাঁর মেয়ের নিয়োগে দুর্নীতির অভিযোগে মঙ্গলবার সিবিআইয়ের কাছে মন্ত্রীকে হাজিরার নির্দেশ দেয় হাইকোর্ট। এই প্রেক্ষাপটে মঙ্গলবার রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ করে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, এই মামলায় যাকে যাকে প্রয়োজন, তাকেই ডেকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। এরপর কলকাতার উদ্দেশে মঙ্গলবারই পদাতিক এক্সপ্রেসে ওঠেন সকন্যা মন্ত্রী। কিন্তু তারপর তারা কলকাতায় আসেননি ট্রেনে। কিন্তু পরে তাঁরা কলকাতায় আসেন।

আরও পড়ুন :


মা-বোনেদের সামনে এসে লড়ার ডাক, তৃণমূলের নতুন স্লোগান 'আমি নই আমরা’


মন্ত্রী-কন্যার বিরুদ্ধে কী অভিযোগ 
একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে, এই দুর্নীতির অভিযোগে মামলা করেন ববিতা সরকার নামে এক চাকরিপ্রার্থী। তিনি অভিযোগ করেন, প্রথম মেধাতালিকায় পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নামই ছিল না। কিন্তু, নতুন মেধাতালিকায় তাঁর নাম এক নম্বরে চলে আসে। এর ফলে ববিতা সরকারের থেকে কম নম্বর পেয়েও, তৃণমূল নেতা পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা চাকরি পেয়ে যান বলে অভিযোগ।