অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: রেশন দুর্নীতি-সহ (Ration Scam) মন্ত্রিসভা থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick) সরানোর দাবিতে বিজেপির মিছিল ঘিরে টালিগঞ্জে (Tension In Tollygunge) উত্তপ্ত পরিস্থিতি। পুলিশের সঙ্গে দফায় দফায় বিজেপি নেতা-কর্মীদের বচসা।
কী ছবি?
বিজেপির অভিযোগ, টালিগঞ্জ ফাঁড়ি থেকে মিছিল শুরুর সময় অটোয় করে সাউন্ড সিস্টেম নিয়ে যেতে বাধা দেয় পুলিশ। পাশাপাশি, কুশপুতুল নিয়ে যেতেও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। 'চোর ধরো, জেল ভরো' ইস্যুতে শুরু এই মিছিল। একেবারে গোড়াতেই পুলিশের সঙ্গে ঝামেলা বাধে বিজেপির সদস্যদের। পুলিশ সাউন্ড-সিস্টেম সহ অটো এগিয়ে যেতে বাধা দেওয়ায় বিজেপি সদস্যরা ফাঁড়ির কাছে রাস্তা অবরোধের ডাক দেন। 'তৃণমূলের দালাল পুলিশ, হায় হায়' বলে স্লোগান ওঠে। পুলিশ সূত্রে অবশ্য দাবি, এই মিছিলের অনুমতি নেওয়া হয়নি। তবে মূলত যা শোনা যাচ্ছে, সেটি হল সাউন্ড-সিস্টেম রাখা অটো থেকে 'মাইকিং' করা হচ্ছে। সেখানে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের একটি কুশপুতুল রাখা ছিল। অভিযোগ, পুলিশ এইগুলো নিয়ে যেতে বাধা দিয়েছিল। একপ্রকার জোর করেই সেইগুলি নিয়ে মিছিল করা হয়। বিজেপির দক্ষিণ কলকাতার প্রেসিডেন্ট অনুপম ভট্টাচার্যের অভিযোগ, 'আমরা রাজ্যজুড়ে রেশন দুর্নীতির প্রতিবাদে যে কর্মসূচি করছি, তারই অংশ হিসেবে আজ হাজরা পর্যন্ত একটি মিছিল ডেকেছিলাম। পুলিশ গত কাল রাত থেকে আমাদের হুমকি দিচ্ছে, মিছিল করা যাবে না।' তাঁর অভিযোগ, মিছিল শুরু করতে গেলে অনুমতি না থাকার যুক্তিতে বাধা দেওয়া হয়। তার পর, অটোটি আটকে দেওয়ার চেষ্টা করা হয়। তবে অনুপমের দাবি, শেষমেশ বিজেপি কর্মী-সদস্যদের মনোবল দেখে হার মানতে পিছু হঠতে বাধ্য হয় পুলিশ।
জেলায় জেলায় বিক্ষোভ...
শুধু শহর কলকাতা নয়, এদিন রেশন দুর্নীতির প্রতিবাদ ও প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রীকে মন্ত্রিসভাকে বহিষ্কারের দাবিতে জেলায় জেলায়ও বিক্ষোভ দেখিয়েছে বঙ্গ বিজেপি। যেমন, আসানসোল থেকে বালুরঘাট, বহরমপুর, এমনকি শিলিগুড়িতেও বিজেপির বিক্ষোভ হয়। রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবিতে আসানসোলেও বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার হয়েছে। গির্জা মোড় থেকে হটন রোড পর্যন্ত মিছিল করেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল-সহ বিজেপি কর্মীরা। এরপর আসানসোল বাজারে জিটি রোড অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। চল্লিশ মিনিট পর ওঠে অবরোধ।
আরও পড়ুন:তৃণমূল রাজ্যসভা সাংসদের ফ্ল্যাটে দুষ্কৃতী 'হামলা', হইচই আলিপুরদুয়ারে