কলকাতা: চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় ২০২২-এর প্রাথমিক টেট উত্তীর্ণদের (TET Agitation) বিক্ষোভ। সল্টলেকের করুণাময়ী থেকে এপিসি ভবন পর্যন্ত মিছিল করার কথা ছিল। এপিসি ভবনে যাওয়ার আগেই বিক্ষোভকারীদের পথ আটকায় পুলিশ। সেখানেই বিক্ষোভ দেখান ২০২২-এর প্রাথমিক টেট উত্তীর্ণরা। 


টেট উত্তীর্ণদের বিক্ষোভ: ফের নিয়োগের দাবিতে বিক্ষোভ শহরে। এপিসি ভবন অভিযানে নামলেন ২০২২-এর প্রাথমিক টেট উত্তীর্ণরা। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা। যা ঘিরে,মঙ্গলবার দফায় দফায় উত্তেজনা ছড়াল সল্টলেকের করুণাময়ীতে। এদিন সকালে মিছিল করে আচার্য ভবনের দিকে এগোনোর পরই, করুণাময়ীর কাছে সার্ভিস রোডে চাকরিপ্রার্থীদের মিছিল আটকায় পুলিশ। সেখানেই তাঁদের কর্মসূচি পালন করতে বলা হয় পুলিশের তরফে। অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। এক চাকরিপ্রার্থী বলেন, “আদালতের নির্দেশ ছিল স্বাস্থ্যকর পরিবেশে নির্দিষ্ট জায়গায় আন্দোলন করতে দিতে হবে। এখানে অস্বাস্থ্যকর পরিবেশে বসে কর্মসূচি পালন করলে ডেঙ্গি হতে পারে।’’

১৩ সেপ্টেম্বর, চলতি বছরের প্রাথমিক টেট-এর দিন ঘোষণা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১০ ডিসেম্বর ২০২৩ সালের প্রাথমিক টেটের দিন ঘোষণা করা হয়। ২০২২ সালের টেট পরীক্ষার্থীদের দাবি, এখনও তাঁদের ইন্টারভিউ নেওয়া হয়নি। তার আগেই ২০২৩ সালের টেটের প্রস্তুতি শুরু করে দিয়েছে পর্ষদ। এর প্রতিবাদেই এদিন আচার্য সদন অভিযানে সামিল হন তাঁরা। দ্রুত নিয়োগের দাবি জানিয়েছেন তাঁরা।               


দিনকয়েক আগে পথে নামেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। হাতে কাশফুল নিয়ে ঢাক বাজিয়ে অভিনব প্রতিবাদ দেখান তাঁরা। দুর্নীতির প্রতিবাদ এবং দ্রুত নিয়োগের দাবিতে পুরুষ আন্দোলনকারী অর্ধনগ্ন হয়ে কার্যত হামাগুড়ি দেন রাস্তায়। এক চাকরিপ্রার্থী বলেন, "মাননীয়া প্রত্যেক বছর পুজোর আগে আমাদের প্রতিশ্রুতি দেন। এই পুজোর আগে আমাদের আপার প্রাইমারির নিয়োগ হবে। কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করছেন না। তাই ওঁকে মনে করিয়ে দিতে চাই, পুজোর ঢাকে কিন্তু কাঠি পড়ে গেছে। একটা প্যানেল বেরিয়ে যাওয়ার পর কাউন্সেলিং করতে কত সময় লাগে?''


শুধু তাই নয়. রাজ্য সরকারের বঞ্চনার অভিযোগে কেন্দ্রের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার ২০০৯-এর প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। ২ অক্টোবর সকাল ৮ টায় হাওড়া স্টেশন থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন তাঁরা। দক্ষিণ ২৪ পরগনার ২০০৯-এর প্রাথমিকের চাকরিপ্রার্থীদের অভিযোগ, এর আগে চাকরির দাবিতে বারবার রাজ্য সরকারের কাছে দরবার করেও সুরাহা মেলেনি। তাই কেন্দ্রের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত।


আরও পড়ুন: Weather Update: আকাশে বাতাসে ভরপুর শরতের আমেজ, দেবীপক্ষের সূচনায় কেমন আবহাওয়া?