তেল আভিভ : যুদ্ধে নেমেছে দেশ। ডাক পাঠানো হচ্ছে দেশের হয়ে স্বেচ্ছাসেবক হয়ে যুদ্ধে নামার। আর সেই ডাকেই সাড়া দিলেন ইজরায়েলের (Israel Couple) এক দম্পতি। দিনকয়েক আগে তাঁরা গিয়েছিলেন থাইল্যান্ডে ঘুরতে। সেখানে থাকার মাঝেই তাঁরা জানতে পৌঁছয় হামাসের (Hamas) জঙ্গিরা আক্রমণ নামিয়ে এনেছে ইজরায়েলে।


যুদ্ধের মাঝে পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত থাইল্যান্ডে থেকে যাওয়ার বদলে তড়িঘড়ি দেশ ও নিজেদের লোকেদের পাশে থাকতে ইজরায়েলে ফিরে আসেন ওই দম্পতি। সেখানে এসেই তাঁরা সিদ্ধান্ত নেন যুদ্ধে যোগ দেওয়ার। আর সেই যুদ্ধে নামার আগে বিয়ে সেরে ফেলেন তাঁরা। মধ্য ইজরায়েলের সোহাম শহরে দুই পরিবার ও অল্প সংখ্যক কাছে লোকজনকে নিয়ে সেরে ফেলা হয় যে ছোটখাট বিয়ের অনুষ্ঠান।


দেশের সম্মান ও দেশবাসীকে বাঁচানোর লড়াই। যুদ্ধে ন্যাস্ত দায়িত্ব সামলাতে ভিন্ন প্রদেশে পাড়ি দিতে হবে। আর যদি কখনও সামনাসামনি দেখা হওয়ার সুযোগ না হয় ? যদি যুদ্ধে প্রাণ হারান কেউ একজন বা দু'জনই ? সেই কথা মাথায় রেখেই যুদ্ধে নামার আগে বিয়ে করে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেন উরি মিনৎজার ও এলানোর ওয়েফিন। যে বিয়ের অনুষ্ঠানের প্রেক্ষিতে সংবাদ সংস্থা এএনআইকে উরি বলেছেন, বিয়ে করা নিয়ে প্রায় হাজারবার ভেবেছি। কিন্তু কখনও ভাবিনি এভাবে বিয়ের অনুষ্ঠান সারতে হবে।


প্রসঙ্গত, গত শনিবার ইজরায়েলে অতর্কিতে হামলা চালায় হামাস জঙ্গিরা। যারপর পাল্টা আক্রমণে নেমে যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল। মঙ্গলবার পর্যন্ত যুদ্ধের চতুর্থ দিনে এখনও পর্যন্ত প্রায় ১৬০০ মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। ইজরায়েল-হামাস সংঘর্ষ ইতিমধ্যেই প্রাণ কেড়েছে দেড় হাজার জনের। শতাধিক মানুষকে যুদ্ধবন্দি করার অভিযোগও উঠেছে হামাসের বিরুদ্ধে।                                                                                                                  


 


আরও পড়ুন- সাইরেনের শব্দ ভেদ করে পরপর বিস্ফোরণ, মৃত্যু ছাড়াল ১৬০০! আরও রক্তক্ষয়ের হুঁশিয়ারি হামাসের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial