কলকাতা: প্রাইমারি টেট পরীক্ষায় (Primary TET Exam) উত্তীর্ণদের জন্য বড় ঘোষণা করল পর্ষদ। পর্ষদের কাছে দেওয়া তথ্যে কোনও ভুল থাকলে সংশোধনের সুযোগ পাবেন টেট পরীক্ষায় উত্তীর্ণরা, এমনটাই জানান হল।                           


২০১৪ এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণদের নিয়োগ পর্ব শুরু হয়ে গিয়েছে। সেই প্রক্রিয়া চলাকালীন পর্ষদকে দেওয়া তথ্যে যদি কোনও ভুলভ্রান্তি থাকলে বুধবার রাত ৮টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত ভ্রম সংশোধন করতে পারবেন তাঁরা। পর্ষদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রাইমারিতে নিয়োগের অনলাইন পোর্টালের ‘এডিট’ অপশনে ক্লিক করলেই নির্দিষ্ট তথ্য সংশোধন করে সঠিক তথ্য দেওয়া যাবে।     


তাড়াতাড়ি করতে গিয়ে কিংবা ভুলবশত পর্ষদকে ভুল তথ্য দিয়ে ফেলেছেন অনেকেই। কিন্তু এবার আর তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। ভুল করে থাকলে তা সংশোধনের সুযোগ করে দিচ্ছে পর্ষদ। 


কীভাবে করা যাবে এই কাজটি? 



  • প্রাইমারিতে নিয়োগের যে অনলাইন পোর্টাল রয়েছে পর্ষদের- www.wbbpeonline.com-এ যান। 

  • সেখানে PRIMARY TEACHER RECRUITMENT - 2022- এই অপশনটিতে ক্লিক করুন

  • এরপর দেখবেন এডিট অ্যাপ্লিকেশন অপশন আসবে। সেখানের NOTIFICATION FOR ENJOYING EDIT OPTION FOR PRIMARY TEACHERS' RECRUITMENT 2022- এর এক যান। 

  • সেখানে ডাউনলোড অপশন রয়েছে। প্রয়োজনীয় তথ্য সেখানে জমা দিন। সেখানে ক্লিক করলেই নির্দিষ্ট তথ্য সংশোধন করে সঠিক তথ্য দিতে পারবেন চাকরিপ্রার্থীরা।                                       


আরও পড়ুন, শুভেন্দুর সভায় মৃত্যু নিয়ে খোঁচা অভিষেকের, 'বাবুসোনা'কে পাল্টা আক্রমণ শিশির-পুত্রের


প্রসঙ্গত, প্রাথমিক TET ২০২২-এর ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একটি মামলা চলাকালীন এদিন বিচারপতি বলেন, টেট হওয়ার পর কার্বন কপি দেওয়া হয়েছে। মনে হচ্ছে, কাজ ভাল হচ্ছে। সাড়ে ৫ লক্ষের বেশি OMR শিট সংরক্ষণ করা হচ্ছে। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত তা সংরক্ষণ করা থাকবে। আদালতে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী। রবিবার রাজ্যজুড়ে প্রাথমিকের TET দেন প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী।