রুমা পাল, কলকাতা: টেট পরীক্ষার (TET Exam) শেষেও দেশপ্রিয় পার্কের তীর্থপতি ইনস্টিটিউশনে অশান্তি। বায়োমেট্রিক (Biomentric) মেশিন খারাপ হয়ে যাওয়ায় পরীক্ষার্থীদের বিক্ষোভ। বিক্ষোভের জেরে অসুস্থ এক পরীক্ষার্থী।               


দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই ৫ বছর পরে রাজ্যে প্রাথমিকের টেট সম্পন্ন হল। কিন্তু এর মধ্যেই বায়োমেট্রিক না হওয়া নিয়ে অভিযোগ উঠল দেশপ্রিয় পার্কের তীর্থপতি ইনস্টিটিউশনে। পরীক্ষার্থীরা জানান যে পরীক্ষা শুরুর আগে কিংবা পরীক্ষা শেষের পরেও ওই ইনস্টিটিউশনে বায়োমেট্রিক উপস্থিতি নেওয়া হয়নি। গোলযোগ শুরু হতে মিনিট ৪০ পরে ওই প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি বলেই অভিযোগ। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েন এক পরীক্ষার্থী।                        


আরও পড়ুন, অ্যাডমিট কার্ডে 'ভুল' ঠিকানা, পরীক্ষা শেষের আধ ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছলেন ১০ টেট পরীক্ষার্থী


এবিপি আনন্দকে এক পরীক্ষার্থী বলেন, "আমাদের পরীক্ষা শুরুর আগে বায়োমেট্রিক অ্যাটেন্ডেনস নেওয়া হয়নি। বলা হয়েছিল পরীক্ষার পর নেওয়া হবে। পরীক্ষা শেষ হওয়ার পরও অপেক্ষা করছি। অনেকে বলছেন মেশিন খারাপ। কিন্তু বায়োমেট্রিক না হলে আমরাই যে পরীক্ষা দিয়েছি সেই প্রমাণে তো গোলযোগ হতে পারে।" এখনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এ বিষয়ে।      


আরেক পরীক্ষার্থীর কথায়, "কোন ভোরে বেরিয়েছি বাড়ি থেকে। এখানে আসার পর না আছে জল, না যেতে পেরেছি বাথরুমে। কী চেকিং চলছে এসব? আমরা কি বোম নিয়ে পরীক্ষা দিতে এসেছি?" আরেকজন জানান প্রায় ৩০ শতাংশের হয়েছে বায়োমেট্রিক বাকি কারও হয়নি। সেন্টার কর্তৃপক্ষ দায় নিতে অস্বীকার করেছে বলে জানান তাঁরা। পরীক্ষার্থীদের মতে, "কর্তৃপক্ষের তরফে সাদা কাগজে সই করতে বলা হচ্ছে, কিন্তু এটা তো কখনই অফিসিয়াল কোনও কাগজ হতে পারে না আমাদের উপস্থিতির।"                                                                                                


প্রসঙ্গত, শনিবার পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন, পরীক্ষার্থীদের বায়োমেট্রিক ভেরিফিকেশনের মধ্য দিয়ে পরীক্ষা হলে ঢুকতে এবং বেরতে হবে। সব জায়গায় নজরদারি করা হচ্ছে। কিন্তু এরপরও কেন এই প্রক্রিয়াটি সম্পন্ন করা গেল না দেশপ্রিয় পার্কের এই সেন্টারটিতে তা নিয়ে প্রশ্ন উঠছে।