শান্তনু নস্কর, ক্যানিং (দক্ষিণ ২৪ পরগনা): বুধবার সকালে এক সাংঘাতিক দৃশ্যের সাক্ষী থাকলেন ক্যানিংয়ের বাসিন্দারা। ক্যানিংয়ের মাতলা নদীর চর থেকে এক বিলুপ্তপ্রায় প্রজাতির ডলফিনের মৃতদেহ উদ্ধার করা হয়।
বুধবার সকালের ঘটনা। এদিন ওই এলাকার মানুষজন হঠাৎই মাতলা নদীর চরে এক ডলফিনের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, মৎসজীবীদের মাছ ধরার জালে ধরা পড়েই মৃত্যু হয়েছে এই বিলুপ্তপ্রায় প্রজাতির ডলফিনটির। মৃতদেহটি উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা বন দফতরকে খবর দেন। বনকর্মীরা ডলফিনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।
অন্যদিকে কলকাতাবাসীর জন্য সুখবর। করোনার জেরে ৬ মাসের বেশি সময় ধরে চিড়িয়াখানার স্বাদ থেকে বঞ্চিত ছিল কলকাতাবাসী। দর্শকদের জন্য বন্ধ ছিল আলিপুর চিড়িয়াখানা। বর্তমানে এ রাজ্যে কোভিড সংক্রমণের গ্রাফ কিছুটা নিম্নমুখী। তার জেরে, বুধবার থেকে আলিপুর চিড়িয়াখানা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো, এদিন সকাল, ৯টায় খুলে যায় চিড়িয়াখানার গেট।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে খবর, শুধু অফলাইন নয়, অনলাইনেও টিকিট কাটতে পারবেন দর্শকরা।
করোনা পরিস্থিতিতে দর্শকদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে স্বাস্থ্যবিধি। কোভিড বিধি মেনে দর্শকদের ভিতরে প্রবেশ করানো হয়। চিড়িয়াখানার গেটে টানেল বসানো হয়েছে স্যানিটাইজেশন করার জন্য। রয়েছে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা। করোনা আবহে দর্শকদের মাস্ক পরা বাধ্যতামূলক।
দীর্ঘ প্রতিক্ষার অবসান। অবশেষে আজ থেকে খুলে গেল বেঙ্গল সাফারি পার্ক। করোনার দ্বিতীয় ঢেউয়ের পর, আজ থেকে খুলল এই পর্যটন কেন্দ্র । উত্তরবঙ্গের পর্যটকদের কাছে বহুদিনই আকর্ষণের কেন্দ্রে এই পার্ক। অনেকে এখানে সাফারি করার জন্য পাহাড়ে ওঠার আগে একদিন থেকেও যান সমতলে। তবে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর পার্কের দরজা পর্যটকদের জন্য বন্ধ হয়ে যায়।
পার্কের ডিরেক্টর বাদল দেবনাথ জানান, ' বুধবার থেকেই খুলে দেওয়া হল সাফারি পার্ক। করোনার সমস্ত নিয়ম মেনেইপার্ক খোলা হয়েছে।'' যদিও পার্ক খোলা হলেও পর্যটকের সংখ্যা কিছুটা কম। তবে কর্তৃপক্ষের আশা, পার্কে দ্রুত ভিড় জমাবেন পর্যটকেরা। করোনার প্রথম ঢেউয়ের সময় ২০২০এর মার্চ মাস থেকে অক্টোবর পর্যন্ত বন্ধ রাখা হয় পার্ক। এরপর আবার চালু করলেও ২০২১ এ মে মাসে পার্ক বন্ধ করে দেওয়া হয়। বুধবার আবার সকলের জন্য পার্ক খুলে দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রায় সাড়ে চারমাস পর পার্ক খোলা হল। এতদিন পর পার্ক খোলায় খুশি পর্যটকেরা।