রানা দাস, পূর্ব বর্ধমান: দাঁইহাটকাণ্ডে পদত্যাগ করতে মহকুমা শাসকের দফতরে গেলেন পুরসভার চেয়ারম্যান। শুক্রবার বেলা ১২টার মধ্যে পদত্যাগ করতে নির্দেশ দেয় দল।

অভিযুক্ত শিশির মণ্ডলের বিরুদ্ধে চাকরি চাওয়ায় এক তরুণীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছিল, সকালে সব কাউন্সিলরের সঙ্গে বৈঠকে বসেন তৃণমূল জেলা সভাপতি। বৈঠকে উপস্থিত ছিলেন অভিযুক্ত দাঁইহাট পুরসভার চেয়ারম্যানও। নতুন পুরপ্রধান কে হবেন, তা নিয়ে আজই বৈঠক করবে তৃণমূল।

চাকরি দেওয়ার নামে কুপ্রস্তাব। এই অভিযোগ ঘিরেই শোরগোল পড়ে গিয়েছিল তৃণমূল পরিচালিত পূর্ব বর্ধমানের দাঁইহাট পুরসভায়। যে অডিও টেপ ভাইরাল রয়েছে, সেখানে এক পুরুষকণ্ঠের সঙ্গে এক নারী কণ্ঠের কথা শোনা যাচ্ছে। সেখানে মহিলাকণ্ঠকে ওই ব্যক্তির দাঁইহাটের চেয়ারম্যান বলেও সম্বোধন করতে দেখা যাচ্ছে। সেখানেই শোনা যায় ওই পুরুষকণ্ঠকে চাকরি দেওয়ার নামে কুপ্রস্তাব দিতে। ওই পুরুষকণ্ঠ দাঁইহাটের সদ্য পদত্যাগী চেয়ারম্যান শিশির মণ্ডল বলে অভিযোগ।  

কী রয়েছে অডিওতে?ভাইরাল অডিওতে শোনা যাচ্ছে পুরুষকণ্ঠ বলছে, 'কত টাকা লাগবে, ২০ হাজার টাকা দিয়ে আসব।' মহিলাকণ্ঠটিকে যারপর বলতে শোনা গিয়েছে, 'কাকু একটু কথাটা শুনুন না। কাকু আপনি তো দাঁইহাটের চেয়ারম্যান, আপনার অনেক ক্ষমতা আছে।' পাল্টা 'ওসব লাগবে না' শুনে ফের মহিলাকণ্ঠটিকে বলতে শোনা যাচ্ছে, 'আমার চাকরিটা একটু করে দিন কাকু, আমার কোনও টাকা-পয়সা লাগবে না।' যার পরই পুরুষকণ্টটিকে বলতে শোনা যাচ্ছে, 'আরে করে দেব, আমাকে আগে খুশি করে দে, সব কিছু দিয়ে দেব তোকে।' প্রসঙ্গত, ভাইরাল অডিও ক্লিপটির সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি। পুলিশ সূত্রে দাবি,  এ’বিষয়ে সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে।   

এরপরেই পুরসভার সামনে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপির মহিলা মোর্চা। চাকরি চাওয়ায় কুপ্রস্তাব দেওয়ার ভয়ঙ্কর অভিযোগ। ভাইরাল হয়েছে অডিও ক্লিপ। আর এরপরই, বিতর্কের মুখে দাঁইহাট পুরসভার চেয়ারম্যান শিশির মণ্ডলকে পদত্যাগের নির্দেশ দিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তৃণমূলের পূর্ব বর্ধমান জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তদন্তের পর দল সিদ্ধান্ত নিলে ভাল হত বলে, প্রতিক্রিয়া দিয়েছেন দাঁইহাট পুরসভার চেয়ারম্যান।

আরও পড়ুন: এবার খাস কলকাতার বুকে উদ্ধার অস্ত্র, বাজেয়াপ্ত জাল নোটও