ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ফের অস্ত্র উদ্ধার। আবার এসটিএফ-এর হাতেই অস্ত্র মিলল খাস কলকাতার বুকে। 


উদ্ধার অস্ত্র:
এবার খাস কলকাতায় অস্ত্র উদ্ধার হল। এপিসি রোড থেকে অস্ত্র উদ্ধার করল কলকাতা পুলিশের এসটিএফ। অস্ত্র উদ্ধারের ঘটনা গ্রেফতার নিউ আলিপুরের বাসিন্দা জয় চৌধুরী। উদ্ধার ৩টি অটোম্যাটিক পিস্তল ও ১টি দেশি পিস্তল, এছাড়াও উদ্ধার হয়েছে জাল নোট ও প্রচুর গুলি।


বারবার অস্ত্র উদ্ধার:
এই প্রথম নয়, এর আগে একাধিক জায়গা থেকে বারবার অস্ত্র উদ্ধার হয়েছে। কয়েকদিন আগেই উত্তর ২৪ পরগনার শাসনে তৃণমূল নেতার বাড়ি থেকে বিপুল অস্ত্রভাণ্ডার পাওয়া যায়। সেটাও উদ্ধার করে রাজ্য পুলিশের এসটিএফ। এসটিএফ সূত্রে খবর, ধৃতের ভেড়ি ও মাটির কারবার রয়েছে। তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য সুকুর আলির। যদিও এর পিছনে বিরোধীদের ষড়যন্ত্র দেখছে তৃণমূল। উদ্ধার হয়েছিল ১টি লং রাইফেল, ২টি ওয়ান শটার, ১টি ৭এমএম পিস্তল, টুয়েলভ বোরের পিস্তল ১টি, ৪০ রাউন্ড গুলি, সাড়ে ৮ কেজি বোমা তৈরির মশলা। ওই ঘটনায় পুলিশের বিরুদ্ধে বিক্ষোভও দেখান স্থানীয়দের একাংশ। 


তার কদিন আগেই মুর্শিদাবাদের ডোমকলে মিষ্টির দোকানের আড়ালে অস্ত্রের কারবারের হদিশ মেলে। হুগলির ডানকুনি হাউসিং মোড়ে অভিযান চালায় বেঙ্গল এসটিএফ। সেখানে তল্লাশি করে উদ্ধার হয় ৬টি আগ্নেয়াস্ত্র। গ্রেফতার হয়েছিলেন ২ জন। এছাড়াও,  কাঁকিনাড়ায় বিস্ফোরণ থেকে নরেন্দ্রপুরে নাবালকদের লক্ষ্য করে বোমা, নৈহাটির শিবদাসপুরে গুলি-বোমাবাজির মতো একাধিক ঘটনা হয়ে চলেছে। পঞ্চায়েত ভোটের জন্য়ই এভাবে অস্ত্র মজুত হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। চলছে রাজনৈতিক তরজা।


উৎসবের মরসুমেই বীরভূমে অস্ত্র উদ্ধার হয়েছিল। সেখানে ৬টি আগ্নেয়াস্ত্র ও ৩টি কার্তুজ উদ্ধার হয়। গ্রেফতার হয় এক জন। শেখ রমজান নামের এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র বিক্রি করবে। গোপন সূত্রে খবর পেয়ে গঠিত হয় পুলিশের বিশেষ দল। জেলার চারটি জায়গায় নাকা চেকিং শুরু হয়।  বোলপুর থানার সিয়ান গ্রামের কাছে বাইকে চেপে যাওয়ার  সময় শেখ রমজানকে গ্রেফতার করা হয়। তার কাছে থেকে উদ্ধার করা হয় ৬টি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি। ধৃতের বাড়ি দুবরাজপুরে। পুলিশর দাবি ওই আগ্নেয়াস্ত্রগুলি মুঙ্গের থেকে আনা হয়েছিল। এই ব্যবসার সঙ্গে কে বা কারা যুক্ত  বা কাকে এই অস্ত্র বিক্রি করা হচ্ছিল, তা জানতে ধৃতকে জেরা শুরু করেছে পুলিশ । সম্প্রতি দীপাবলির আগে শহর শিলিগুড়িতে উদ্ধার চারটি আগ্নেয়াস্ত্র, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শহর শিলিগুড়িতে (Siliguri)। 


আরও পড়ুন: নিশীথের কনভয় হামলাকাণ্ডে উত্তাল কোচবিহার, সিতাইয়ে পাল্টা 'অভিযোগ' তৃণমূলের