সৌমিত্র রায়, কলকাতা: মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) প্রতিশ্রুতি মতো ২ কুস্তিগীরকে চাকরি দিল রাজ্য় সরকার (West Bengal Government)। বৃহস্পতিবার, নব মহাকরণে ডেকে স্ট্য়াটিস্টিক্স ও প্ল্য়ানিং ডিপার্টমেন্টে গ্রুপ ডি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Banerjee)।  


প্রতিশ্রুতি মতো ২ কুস্তিগীরকে চাকরি দিল রাজ্য় সরকার। Wrestling Federation of India-র প্রধান ও বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং-এর গ্রেফতারির দাবিতে, ২৩ এপ্রিল থেকে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু করেছিলেন কুস্তিগিরেরা। পয়লা জুন কুস্তিগীরদের সমর্থনে কলকাতায় প্রতিবাদে সামিল হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। 


ধর্মতলায় গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে, প্রতিবাদ সভা ও মোমবাতি মিছিল করেন তিনি। ক্রীড়া জগতের বিশিষ্টদের পাশাপাশি সেদিন উপস্থিত ছিলেন, জাতীয় স্তরের ২ কুস্তিগীরও। সেদিন মুখ্যমন্ত্রীর সামনে কুস্তি প্রদর্শন করেন তাঁরা। এরপরই তাঁদের মুখ্যমন্ত্রীর কোটায় চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। 


সেই মতো, বৃহস্পতিবার, কুস্তিগীর রবি জয়সওয়াল ও নন্দন দেবনাথকে ডেকে স্ট্য়াটিস্টিক্স ও প্ল্য়ানিং ডিপার্টমেন্টে গ্রুপ ডি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। চাকরির চিঠি হাতে পেয়ে আপ্লুত দুজনেই। 


বিডন স্ট্রিটের বাসিন্দা রবি জয়সওয়াল হিন্দি অনার্সের তৃতীয় বর্ষের ছাত্র। কুস্তিতে রাজ্যস্তরে সোনা জিতেছেন। অংশ নিয়েছেন জাতীয় স্তরের কুস্তি প্রতিযোগিতাতেও। অন্যদিকে, আলিপুরদুয়ারের বাসিন্দা নন্দন দেবনাথ শারীরশিক্ষায় স্নাতক। বর্তমানে জোড়াবাগানে থাকেন। ১০০দিনের কাজ করে দিন সংসার চালান। চাকরি পেয়ে এবার সুদিনের আশায় রবি ও নন্দন। 


অন্যদিকে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) ট্যুইট করে জানিয়েছিলেন, প্রতিবাদী কুস্তিগীরদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত সরকার। তারপর বুধবারই তাঁর সঙ্গে দেখা করেন বজরং পুনিয়া (Bajrang Punia), সাক্ষী মালিক (Sakshi Malik)-সহ দেশের প্রথম সারির কুস্তিগীররা। ক্রীড়ামন্ত্রীর কাছে পাঁচ দফা দাবি জানালেন তাঁরা।


কয়েকদিন আগে দেশের প্রথম সারির কুস্তিগীরদের সঙ্গে দেখা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এবার সমস্যার সমাধান করতে উদ্যোগী হলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। প্রতিবাদী কুস্তিগীরদের সঙ্গে আলোচনার জন্য ট্যুইট করে খোলা আমন্ত্রণ জানিয়েছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী।


তারপরেই তাঁর সঙ্গে দেখা করে যৌন হেনস্থায় (Wrestlers Protest) অভিযুক্ত সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহকে (Brij Bhushan Sharan Singh) গ্রেফতার-সহ মোট ৫টি দাবি নিয়ে সরব হন সাক্ষী মালিক (Sakshi Malik), বিনেশ ফোগত (Vinesh Phogat), বজরং পুনিয়ারা (Bajrang Punia)। এদিন সকালে অনুরাগ ঠাকুরের বাড়িতে পৌঁছে যান কুস্তিগীররা। সঙ্গে গিয়েছিলেন কৃষক নেতা রাকেশ টিকায়েতও।