শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: উদয়ন-রবি দ্বৈরথ পুরভোট (WB Muncipal Election 2022) নিয়ে ফের উদয়ন গুহর সঙ্গে রবীন্দ্রনাথ ঘোষের দ্বৈরথ। রবীন্দ্রনাথের প্রশংসা করতে গিয়ে পরোক্ষে তাঁর সমালোচনা করলেন উদয়ন। কোচবিহারের দুই তৃণমূল নেতার পুরভোটে (WB Muncipal Poll 2022) ভূমিকায় কটাক্ষ করেছে বিজেপি। যদিও গোটা বিষয়টিকে আমল দিতে চাননি রবীন্দ্রনাথ ঘোষ। 


কোচবিহার তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও চেয়ারম্যান উদয়ন গুহ বলেন, ''কোচবিহারের ৮ নম্বর ওয়ার্ডে দল যাঁকে প্রার্থী করেছে সেখানে ছাপ্পা হতেই পারে না, কারণ ওখানে যিনি আমাদের প্রার্থী তাঁর গণতন্ত্রের প্রতি ভক্তি-শ্রদ্ধা যা আছে তা জেলায় আর কারও নেই।''


তবে বিষয়টিতে আমল দিতে নারাজ রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বলেন, ''কে কী বলল তাতে কিছু যায় আসে না। ভোট শেষ। কিন্তু কথার লড়াই থামার বালাই নেই।''



ফের চর্চায় কোচবিহার জেলার দুই তৃণমূল নেতা। একজন দিনহাটার বিধায়ক ও দলের জেলা চেয়ারম্যান উদয়ন গুহ। অন্যজন এবারের পুরভোটে কোচবিহারের ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ।


ওই ওয়ার্ডে তৃণমূলের বিরুদ্ধে দেদার ছাপ্পা দেওয়ার অভিযোগ তুলেছিল বিজেপি। যার প্রেক্ষিতে গেরুয়া শিবিরকে পাল্টা তোপ দেগে, ৮ নম্বর ওয়ার্ডের দলীয় প্রার্থীর প্রশংসা করতে গিয়ে, উদয়নের মুখে শোনা গেল এই কথা।


উদয়ণ গুহ বলেন, ''কোচবিহারের ৮ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী অভিযোগ করেছেন সেখানে ছাপ্পা ভোট পড়েছে, কিন্তু কোচবিহারের ৮ নম্বর ওয়ার্ডে দল যাঁকে প্রার্থী করেছে সেখানে ছাপ্পা হতেই পারে না, কারণ ওখানে যিনি আমাদের প্রার্থী তাঁর গণতন্ত্রের প্রতি ভক্তি-শ্রদ্ধা যা আছে তা জেলায় আর কারও নেই, তাই ওখানে ছাপ্পা হতেই পারে না।''


ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিনহাটা দখল করে নিয়েছে তৃণমূল। এভাবে জয় নিয়ে কয়েকদিন আগেই দিনহাটার বিধায়কের নাম না করে কটাক্ষ করেছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। সেইসময় দলের রাজ্য সহ সভাপতি ও প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী সংবাদমাধ্যমে মন্তব্য করেছিলেন, দিনহাটায় যা ঘটেছে তা গণতন্ত্রে কাম্য নয়। তখন দুই নেতার মধ্যে একপ্রস্থ বাগযুদ্ধ চলে। ফের পুরভোট নিয়ে উদয়ন মন্তব্য করতেই, শাসক দলের দুই নেতাকে তীব্র কটাক্ষ করে বিজেপি।


কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে বলেন, ''ওদের তো দীর্ঘদিন ধরে এমন বাক্যালাপ চলছে, তাই মানুষ বোঝে কোনটা ব্যঙ্গের সুরে আর কোনটা কটাক্ষের সুরে, উদয়নবাবু যেভাবে কথা বলেছেন, সেটাই বাস্তব সত্য, প্রাক্তন মন্ত্রী যেভাবে ছাপ্পা করালেন তা সত্যিই লজ্জার।''


গোটা বিষয়টিকে অবশ্য গুরুত্ব দিতে চাননি রবীন্দ্রনাথ ঘোষ। তিনি জানিয়েছেন, ''কোচবিহার শহরের কোথাও ছাপ্পা হয়নি, আমার ওয়ার্ডেও নয়, সবাই দেখেছে।'' সব মিলিয়ে ভোটযুদ্ধ শেষে কথার যুদ্ধে সরগরম কোচ রাজার জেলা।