অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: মদের ঠেক (Alcohol) ও চোলাই মদ নষ্ট করল আবগারি দফতর। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানা এলাকার ঘটনা। বহুদিন ধরে সেখানে অবৈধভাবে (illegal) চোলাই মদ তৈরি হচ্ছিল বলে অভিযোগ ওঠে। আজ সেই ঠেক নষ্ট করে দেওয়া হয় আবগারি দফতরের (Excise Department) তরফে।
মদের ঠেক ও চোলাই মদ নষ্ট করল আবগারি দফতর
আজ অর্থাৎ শুক্রবার সকালে মদের ঠেক ও বিপুল পরিমাণ চোলাই মদ নষ্ট করল আবগারি দপ্তর। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার পাথরঘাটা গ্রামে খালপাড়ে, দিনের পর দিন অবৈধ চোলাই মদ তৈরি করছিল কয়েকজন অসাধু ব্যবসায়ী। অভিযোগ ওঠে এমনটাই। সেই মদের ঠেকে সকালে গিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল বেলদা আফগারি দফতর।
গোপন সূত্রে খবর পেয়েছিল বেলদা আবগারি দফতর। দিনের পর দিন কাশীপুর সাত নম্বর অঞ্চলের পাথরঘাটা গ্রামে অবৈধভাবে খাল পাড়ে চোলাই মদ তৈরি হচ্ছে বলে খবর পান তাঁরা। আর সেই খবর পাওয়ার পর আজ সকাল থেকে অভিযানে নামে বেলদা আবগারি দফতর। অভিযানে নেমে তাঁরা দেখতে পায় সকালেই চোলাই মদ তৈরি করছিল। দফতরের আধিকারিকদের আসতে দেখে বেশ কয়েকজন ছুটে পালিয়ে যায়। এরপর ওই ঠেক, চুল্লি সমস্ত ভেঙে গুঁড়িয়ে দেয় আবগারি দফতরের কর্মীরা।
৬০ লিটার চোলাই ও ১৪০০ লিটার চোলাই মদ তৈরি করার উপকরণ নষ্ট করে বেলদা আবগারি দফতর। কয়েকজন ছুটে পালিয়ে গেলেও তাদের ধরতে পারেনি আবগারি দফতরের কর্মীরা। আগামী দিনেও অবৈধ চোলাই মদ তৈরি কারবারি ও অবৈধ ঠেকের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানা গেছে আবগারি দফতর সূত্রে।
আরও পড়ুন: Job Fraud: চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, গ্রেফতার ২ মহিলা সহ ৩
অন্যদিকে আজই শহরের সমস্ত হুক্কা বার বন্ধ করার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, ‘হুক্কা বারের আড়ালে নিষিদ্ধ মাদকের ব্যবহারের অভিযোগ আসছে। মাদকে আসক্ত হয়ে পড়ছে তরুণ প্রজন্ম’। সেজন্য হুক্কা বার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, জানালেন মেয়র।
ইদানিং বেশকিছু রেস্তোঁরায় হুক্কা বারের রমরমা শুরু হয়েছে। তবে সেই লাইসেন্স শীঘ্রই বাতিল করে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মেয়র। কিছুুদিনের মধ্যেই পুরসভার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।