রুমা পাল, কলকাতা: প্রকাশিত হল ২০২৩ সালের চূড়ান্ত ভোটার তালিকা (Voter List)। রাজ্যের মোট ভোটার ৭ কোটি ৫২ লক্ষ ৮ হাজার ৩৭৭ জন। এই বছরে নতুন ভোটার ১৩ লক্ষ ৩৩ হাজার ২৫১ জন। বিভিন্ন কারণে নাম বাদ গিয়েছে ৪ লক্ষ ১৫ হাজার ২২৯ জনের। বাংলায় মোট ভোটারের (Voter) সংখ্যা ১ দশমিক ২৪ শতাংশ বেড়েছে। যার মধ্যে ১৮ বছর থেকে ১৯ বছরের ভোটারের সংখ্যা হল ২.২০%।
রিমোট ভোটিং চালু করছে নির্বাচন কমিশন
দেশের যে কোনও জায়গা থেকে ভোট দেওয়া যাবে। রিমোট ভোটিং চালু করছে নির্বাচন কমিশন। এই পদ্ধতিতে অন্য রাজ্যে থাকা ভোটাররাও নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তবে এই পদ্ধতি চালু করার আগে আগামী ১৬ জানুয়ারি, ৮ টি জাতীয় দল ও ৫৭ টি আঞ্চলিক দলের প্রতিনিধিদের বৈঠকে ডেকেছে নির্বাচন কমিশন। কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত লোকসভা নির্বাচনে দেশের ৩০ কোটি মানুষ ভোটদানে বিরত ছিলেন। বিষয়টি নির্বাচন কমিশনকে ভাবিয়েছে। এর মধ্যে অন্যতম কারণ, ভোটারদের ভিনরাজ্যে থাকা।
অনেকেই ভোট দিতে বাড়ি আসতে পারেন না। মূলত তাঁদের কথা ভেবেই রিমোট ভোটিং পদ্ধতি চালু করতে চলেছে নির্বাচন কমিশন। এই পদ্ধতিতে একটি মেশিন থেকেই ৭২ টি কেন্দ্রে ভোট দেওয়া সম্ভব হবে। শোনা যাচ্ছে একটি মাল্টি কন্সটিটিউয়েন্সি রিমোট ইলেকট্রনিক ভোটিং মেশিন একসঙ্গে ৭২টি পর্যন্ত কন্সটিটিউয়েন্সি সামাল দিতে পারবে। এই মেশিনের ডেমো দেওয়া হবে নতুন বছরে ১৬ জানুয়ারি।
কমিশনের তরফে বলা হয়েছে, ওই মহড়ায় রিমোট ভোটিং যন্ত্রের (যার পোশাকি নাম রিমোট ইলেকট্রনিক ভোটিং মেশিন বা আরভিএম) যে প্রতিরূপ ব্যবহার করা হবে, তাতে ইন্টারনেট সংযোগ থাকবে না। একটি স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা হিসাবে সেটি কাজ করবে।