রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: ক্রেতা সেজে ২৪ কেজি হাতির দাঁত উদ্ধার করলেন বন কর্মীরা, ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে বন দফতর, ডুয়ার্সের ওদলাবাড়ি হয়ে এই হাতির দাঁত নেপালে নিয়ে যাওয়া হচ্ছিল বলে বনদফতর জানিয়েছে। ৬০ লক্ষ টাকায় হাতির দাঁত (Ivory) নেপালে (Nepal) বিক্রির ছক কষে ছিল পাচারকারীরা। গোপন সূত্রে খবর পেয়ে ডুয়ার্সের (Dooars) ওয়াশাবাড়ি এলাকা থেকে হাতির দাঁত সহ দুই পাচারকারীকে গ্রেফতার করে বৈকন্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের বন কর্মীরা। ধৃতদের আজ জলপাইগুড়ি (Jalpaiguri) আদালতে তোলা হবে। এরপরই বাকি সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও এই চক্রের সঙ্গে আর কেউ জড়িয়ে কি না তা দেখার।


কীভাবে হাতির দাঁত পাচারের পর্দাফাঁস?


হাতির দাঁত দরকার। পাওয়া যাবে? কাল ৩১D জাতীয় সড়কের ওয়াশাবাড়িতে অপেক্ষা করুন। এভাবেই ক্রেতা সেজে হাতির দাঁতের পাচার রুখলেন জলপাইগুড়ির বৈকন্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের বন কর্মীরা। উদ্ধার করা হল ২৪ কেজি ওজনের হাতির দাঁত। যার বাজারমূল্য ৬০ লক্ষ টাকা। 


গ্রেফতার করা হয়েছে ডুয়ার্সের ওয়াশাবাড়ির বাসিন্দা ২ পাচারকারীকে। গোপনসূত্রে খবর পেয়ে, বেশ কয়েকদিন ধরেই ওঁত পেতেছিল বন দফতর। বনদফতর সূত্রে খবর, এই বিপুল পরিমাণ হাতির দাঁত নেপালে বিক্রির ছক ছিল পাচারকারীদের। 


এর আগেও কয়েক মাস আগে এভাবেই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছিল। জলপাইগুড়ির মালবাজার এলাকা দিয়ে সিকিমে পাচার হবে হাতির দাঁত ও গন্ডারের শিং। এমন খবর পাওয়ার পরই ৩১ নম্বর জাতীয় সড়কে শুরু হয় নজরদারি। মালবাজার শহরে ঢোকার সময় দুটি গাড়িকে চিহ্নিত করা হয়। একটি গাড়ি নিয়ে পালিয়ে যায় আরোহীরা। দ্বিতীয় গাড়িটিকে ধরে ফেলেন বন দফতরের কর্মীরা। তাঁদের দাবি, গাড়ি থেকে হাতির দাঁত ও গন্ডারের শিং উদ্ধারের পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় প্রচুর ভুয়ো নথি। গ্রেফতার করা হয় তিন পাচারকারীকে।


আরও পড়ুন: চিনার পার্কেও অর্পিতার ফ্ল্যাট? সেখানে কী রয়েছে?