কলকাতা: টালিগঞ্জের পর বেলঘরিয়া, এবার চিনার পার্ক? সূত্রের খবর, এসএসসি নিয়োগ দুর্নীতিতে ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের আরও একটি ফ্ল্যাটের হদিশ মিলেছে। সেই ফ্ল্যাট চিনার পার্কে।


সূত্রের খবর, ন'পাড়ার পূর্ব পাড়ায় রয়্যাল রেসিডেন্সির বি ব্লকের চারতলার একটি ফ্ল্যাটের মালিক অর্পিতা। এমনটাই দাবি করেছেন ওই আবাসনের হিসাবরক্ষকের।


বাকি রয়েছে টাকা:
ওই হিসাবরক্ষকের দাবি, ২০২০ সালের সেপ্টেম্বর থেকে চলতি মাস পর্যন্ত ফ্ল্যাটের (Flat) মেনটেন্যান্স বাবদ বাকি রয়েছে ৩৮ হাজার টাকা।


কবে কেনা হয়েছে ফ্ল্যাট?
আবাসন কর্তৃপক্ষের দাবি, ২০১৭ সালে চিনার পার্কের কাছে প্রায় ৯০০ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট কেনেন অর্পিতা। কালো রঙের মার্সিডিজে চড়ে ২০১৮-র সালের দুর্গাপুজোর সময় একবার মাত্র এসেছিলেন। দাবি আবাসন কর্তৃপক্ষের।


 






ইতিমধ্যেই টালিগঞ্জ এবং বেলঘরিয়ায় অর্পিতার (Arpita Mukherjee) ফ্ল্যাটে ইডি হানা দিয়েছে। সেখান থেকে উদ্ধার হয়েছে চোখ কপালে তুলে দেওয়ার মতো নগদ। উদ্ধার হয়েছে সোনাও। টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল ২১ কোটি ৯০ লক্ষ টাকা। সেই রেকর্ডও ভেঙে যায় বেলঘরিয়ায় তল্লাশির দিন। সেখানে ক্লাবটাউন হাইটসের ১৪০০ স্কোয়ার ফিটের ফ্ল্যাট থেকে সোনার কঙ্কন, সোনার বাট, সোনার কলম-সহ একাধিক অলঙ্কার উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সোনার পরিমাণ ৬ কেজি। যার বাজারমূল্য ৪ কোটি টাকারও বেশি। এছাড়াও ২ হাজার ও পাঁচশো টাকার নোটে বিপুল নগদ উদ্ধার হয়েছে। একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়ার নগদের পরিমাণ প্রায় ২৮ কোটি টাকা। এবার চিনার পার্কেও একটি ফ্ল্যাট  রয়েছে বলে দাবি উঠল।


আরও পড়ুন: অঙ্কিতার বেতনের ফেরানো টাকা ববিতার হাতে, আপাতত প্রথম কিস্তি